ঈদের আমেজ কাটেনি পুঁজিবাজারে

ঈদের আমেজ কাটেনি পুঁজিবাজারে

প্রতীকি ছবি

অফিস-আদালত, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের মত ঈদের আমেজ কাটেনি পুঁজিবাজারে। 

কোরবানির ঈদ উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি শেষে রোববার খুলছে দেশের দুই পুঁজিবাজার; লেনদেন হয়েছে আগের মতই। তবে বিনিয়োগকারীদের সক্রিয়তা কম থাকায় কমে গেছে লেনদেন। সূচকও  ঈদের ছুটির আগে শেষ লেনদেন দিবসে যে জায়গায় ছিল, সেই একই জায়গায় স্থির রয়েছে। 

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) ৫১৫  কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই অঙ্ক ঈদের ছুটির আগে শেষ দেনদেন দিবসের চেয়ে ২৫৪ কোটি ৬৫ লাখ টাকা কম। 

ঈদের আগে ২৬ জুন শেষ লেনদেনের দিন এই বাজারে ৭৭০  কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। 

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৪৩ দশমিক ২৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে। 

৩৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির দর। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩২ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩৪ দশমিক ৪১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১১ কোটি ৫৫ লাখ টাকা। 

১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর। 

দর বৃদ্ধির শীর্ষে যারা 

রোববার মোট সাতটি কোম্পানির দর সার্কিট ব্রেকার ছুঁয়ে লেনদেন হয়েছে। এগুলো হল– আরএসআরএম স্টিলস, ঢাকা ডায়িং, শ্যামপুর সুগার, সাফকো স্পিনিং, ফু ওয়াং সিরামিকস, অলটেক্স ইন্ডাস্ট্রিজ ও সোনারগাঁও টেক্সটাইল মিলস। 

এগুলোর দর ৯.৬৬ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত বেড়েছে। 

দর বৃদ্ধির শীর্ষ দশের বাকি তিনটি কোম্পানি হল প্রাইম লাইফ, সুহৃদ ইন্ডাস্ট্রিজ ও জিলবাংলা সুগার মিলস। 

এর মধ্যে সুহৃদের দর দিনের শুরুতে প্রায় ১০ শতাংশ কমে গিয়েছিল। দিন শেষে বেড়েছে ৮.৩৩ শতাংশ। শুরুতে যারা কিনেছেন, তারা ১৮ শতাংশ মুনাফা পেয়ে গেছেন প্রথম দিনই। 

পতনের শীর্ষে যারা 

কোম্পানি বন্ধ থাকার পরও তরতর করে দাম বেড়ে যাওয়া খুলনা পেপার মিলস ঈদের ছুটি শেষে ছিল দরপতনের শীর্ষে। কোম্পানিটি দর হারিয়েছে ৯.৮৫ শতাংশ। 

দ্বিতীয় অবস্থানে থাকা ইয়াকিন পলিমার দর হারিয়েছে ৬.৯৬ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা আজিজ পাইপসের দর কমেছে ৫ শতাংশ। 

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও ইউনিয়ন ক্যাপিটালের দর কমেছে ৪ শতাংশের বেশি। 

অন্য তিন কোম্পানি অলিম্পিক অ্যাকসেসোরিজ, জিকিউ বলপেন ও নিটোল ইন্স্যুরেন্স দর হারিয়েছে ৩ শতাংশের বেশি। 

 

 

 

ঈদের ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার পরবর্তী

ঈদের ছুটিতে ৫ দিন বন্ধ থাকবে পুঁজিবাজার

কমেন্ট