লেনদেন বেড়ে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার
প্রতীকী ছবি
লেনদেনে বেশ চাঙ্গাভাব নিয়ে সপ্তাহ শেষ করল বাংলাদেশের পুঁজিবাজার। মূল্যসূচকের খুব একটা হেরফের না হলেও লেনদেন বেশ খানিকটা বেড়েছে কোরবানির ঈদের পরের সপ্তাহে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দেশের প্রদান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ৯০০ কোটি টাকা লেনদেন হয়েছে। যা আগের দিনের লেনদেনের চেয়ে ১১ কোটি টাকা বেশি। বুধবার এই বাজারে ৮৯০ কোটি টাকা লেনদেন হয়েছিল।
ঈদের ছুটির পর ডিএসইতে ধারাবাহিকভোবে লেনদেন বেড়েছে। ছুটির পর প্রথম লেনদেন দিবস রোববার ডিএসইতে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ঈদের আগে ২৬ জুন শেষ লেনদেনের দিন এই বাজারে ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বৃহস্পতিবা ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৪ দশমিক ৭৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯১ পয়েন্টে।
৩৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭১টির দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬ দশমিক ৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭২০ দশমিক ৮০ পয়েন্টে। লেনদেন হয়েছে ২১ কোটি ২২ লাখ টাকা।
ঈদের ছুটির পর প্রথম লেনদেন দিবস রোববার এই বাজারে লেনদেনের অঙ্ক ছিল ১১ কোটি ৫৫ লাখ টাকা।
২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির দর।
কমেন্ট