লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

লেনদেনে চাঙ্গাভাব নিয়ে সপ্তাহ সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজারে। মূল্যসূচকও খানিকটা বেড়েছে দুই বাজারে।

সপ্তাহের প্রথম দিন রোববার দেশের প্রদান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  ৯২১ কোটি ৪৪ লাখ টাকা লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ২১ কোটি ৪৫ লাখ টাকা বেশি। 

বৃহস্পতিবার এই বাজারে ৮৯৯ কোটি ২৫ লাখ টাকা লেনদেন হয়েছিল। 

ঈদের ছুটির পর ডিএসইতে ধারাবাহিকভোবে লেনদেন বেড়েছে। ছুটির পর ২ জুলাই প্রথম লেনদেন দিবসে ডিএসইতে ৫১৫  কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। 

ঈদের আগে ২৬ জুন শেষ লেনদেনের দিন এই বাজারে ৭৭০  কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। 

রোববার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৩৮ দশমিক ৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ পয়েন্টে। 

৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির দর। 

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১৮ হাজার ৭৩১ দশমিক ৩২ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৬ কোটি ৫৪  লাখ টাকা। 

ঈদের ছুটির পর প্রথম লেনদেন দিবসে এই বাজারে লেনদেনের অঙ্ক ছিল ১১  কোটি ৫৫ লাখ টাকা। 

২২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির দর। 

দর বৃদ্ধির শীর্ষে যারা 

সবচেয়ে বেশি ১০ শতাংশ করে দর বেড়েছে ফুওয়াং ফুডস ও সোনারগাঁও টেক্সটাইলসের দর। 

ঢাকা ডায়িং, খুলনা পেপার, ফুয়াং সিরামিকস, ইয়ানিক পলিমার, জেনারেলন নেক্সট, সিএপিএমআইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, মিডল্যান্ড ব্যাংকের শেয়ারদরও সার্কিট ব্রেকার ছুঁয়ে লেনদেন হয়েছে। এগুলোর দর ৯.১৬ শতাংশ থেকে ৯.৮৭ শতাংশ পর্যন্ত বেড়েছে। 

পতনের শীর্ষে বীমা খাত 

সবচেয়ে বেশি দর হারানো ১০টি কোম্পানির মধ্যে আটটিই বীমা খাতের। এই আটটির মধ্যে জীবন বীমা কোম্পানি পাঁচটি। 

সবচেয়ে বেশি ৬.০১ শতাংশ দর হারিয়েছে সাধারণ বীমা কোম্পানি ইসলামী ইন্স্যুরেন্স। 

দ্বিতীয় সর্বোচ্চ ৫.১২ শতাংশ দর হারিয়েছে জীবন বীমা কোম্পানি রূপালী লাইফ। ট্রাস্ট ইসলামী লাইফের দর কমেছে তৃতীয় সর্বোচ্চ ৪.৪১ শতাংশ। 

নিটোল ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ, সোনালী লাইফ, মেঘনা লাইফ, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ছিল এর পরের অবস্থানে। সব কটি কোম্পানির দর কমেছে ৩ শতাংশের বেশি। 

দরপতনের শীর্ষ দশে থাকা অন্য দুই কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যারের দরও তিন শতাংশের বেশি এবং প্রাইম ব্যাংকের শেয়ার দর কমেছে প্রায় ৩ শতাংশ।

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে পূর্ববর্তী

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

লেনদেন বেড়ে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার পরবর্তী

লেনদেন বেড়ে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার

কমেন্ট