লেনদেন কমে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার
ফাইল ছবি
সূচক কিছুটা বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দুই বাজারেই একই চিত্র দেখা গেছে।
কোরবানির ঈদের পর থেকে প্রতিদিনই লেনদেন বাড়তে বাড়তে চলতি সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটি টাকার ঘর অতিক্রম করে এক হাজার ৮৪ কোটি টাকায় উঠেছিল।
কিন্তু একদিন পর মঙ্গলবার সেই লেনদেন হোঁচট খেয়ে এক ধাক্কায় প্রায় অর্ধেকে নেমে আসে; ৬৪৫ কোটি ৬৯ কোটি টাকা লেনদেন হয়।
বুধবার সেই লেনদেন বেশ খানিকটা বেড়েছে; ৮৫৫ কোটি ১৯ লাখ টাকা লেনদেন হয়ে। বৃহস্পতিবার তা ১০৫ কোটি টাকার মত কমে ৭৫০ কোটি ৮৫ লাখ টাকায় নেমে এসেছে।
ঈদুল আজহার ছুটি শেষে টানা সাত কর্মদিবস লেনদেন বেড়েছিল ডিএসইতে। ছুটির পর ২ জুলাই প্রথম লেনদেন দিবসে এই বাজারে ৫১৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ঈদের আগে ২৬ জুন শেষ লেনদেনের দিন এই বাজারে ৭৭০ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
চলতি সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪১ দশমিক শূন্য নয় পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৭ পয়েন্টে।
৩৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৫টির দর।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৩১ দশমিক ৮৮ পয়েন্টে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৪ লাখ টাকা।
২১২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৩টির দর।
কমেন্ট