৬ মাসে ৬৬% আয় বেড়েছে লাফার্জহোলসিমের
সব মিলিয়ে চলতি বছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১ টাকা ৮৭ পয়সা।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকেও (এপ্রিল-জুন) প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড।
এই প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪৭ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১ টাকা ৬ পয়সা। এ হিসাবে দেখা যাচ্ছে, ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৪১ পয়সা বা ৩৯ শতাংশ।
সব মিলিয়ে চলতি বছরের দ্বিতীয়ার্ধে (জানুয়ারি-জুন) প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ১১ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১ টাকা ৮৭ পয়সা। এ হিসাবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালের দ্বিতীয়ার্ধে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১ টাকা ২৪ পয়সা বা ৬৬ শতাংশ
বুধবার প্রতিষ্ঠানটি ২০২৩ সালের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) যে আর্থিক বিবরণী প্রকাশ করেছে তাতে এই সাফল্যের কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এপ্রিল থেকে জুন এই তিন মাসে নিট বিক্রি বেড়েছে শতকরা ৩৪ শতাংশ। এই সময়ে পরিচালন মুনাফা ৬৮ শতাংশ বেড়ে হয়েছে ২১৬ কোটি ৭০ লাখ টাকা হয়েছে।
বাণিজ্যিক শ্রেষ্ঠত্ব ও উদ্ভাবনী পণ্যের বৈচিত্র্যে উন্নতি হয়েছে উল্লেখ করে প্রতিবেদনে করা হয়েছে, ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিট বিক্রি ৩৪ শতাংশ বেড়ে হয়েছে ৬৭১ কোটি টাকা।
গত বছর একই সময়ে এর পরিমান ছিল ৫০১ কোটি ৪০ লাখ টাকা। একই সময়ে পরিচালন মুনাফা ৬৮ শতাংশ বেড়ে ২১৬ কোটি ৭০ লাখ টাকা হয়েছে।
লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী বলেন, “আমাদের সকলের পারফরমেন্সেই এই অর্জন সম্ভব হয়েছে। আমি দারুন এই ফলাফল অর্জনে লাফার্জহোলসিম বাংলাদেশের সকল কর্মী, বিজনেস পার্টনার এবং গ্রাহকদের অনবদ্য অবদানের জন্য ধন্যবাদ জানাই।”
“তাদের দায়বদ্ধতা ছাড়া এই অর্জন সম্ভব ছিলনা। তৎপরতা, ব্যয় সংকোচন এবং উদ্ভাবন-এর উপর আমাদের চলমান আলোকপাতের দ্বারা বছরের দ্বিতীয় প্রান্তিকেও দারুন পারফরমেন্স ধরে রাখার মাধ্যমে পুরো বছরের জন্য একটি শক্ত ভিত্তি স্থাপিত হলো।”
কমেন্ট