পুঁজিবাজারে দরপতন

পুঁজিবাজারে দরপতন

রোববার ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টির দর। ফাইল ছবি

বড় দরপতন নিয়ে সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজার। মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমেছে; কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। দুই বাজারেই একই চিত্র দেখা গেছে। 

সপ্তাহের প্রথম দিন রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ দশমিক শূন্য চার পয়েন্ট কমে ৬ হাজার ৩৪২ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে।  

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৮ দশমিক ৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৭২ পয়েন্টে। 

লেনদেন কমে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকায় নেমে এসেছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৯৪৭ কোটি টাকা লেনদেন হয়েছিল।  

রোববার ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৪৪টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৯টির দর।        

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯  দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৩৯ দশমিক শূন্য দুই পয়েন্টে।  

লেনদেন হয়েছে ১৫ কোটি ৫৩ লাখ টাকা। বৃহস্পতিবার এই বাজারে লেনদেনের অঙ্ক ছিল ১৯ কোটি ২৮ লাখ টাকা।

১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৩টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির দর।

লেনদেন বেড়ে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার পরবর্তী

লেনদেন বেড়ে সপ্তাহ শেষ করল পুঁজিবাজার

কমেন্ট