ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ৬০০ কোটি টাকার ঘরে।

পুঁজিবাজারে দরপতন চলছেই। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমছে।

বড় দরপতন নিয়ে রোববার সপ্তাহ শুরু হয়েছিল। দ্বিতীয় দিন সোমবারও তা অব্যাহত ছিল। দেশের  প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নেমে এসেছে ৬০০ কোটি টাকার ঘরে। 

কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। 

গত সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকায় উৃঠেছিল। কিন্তু বুধবার তা কমে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকায় নেমে আসে। 

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার তা বেড়ে ৯৪৭ কোটি টাকায় উঠেছিল। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিন রোববার তা কমে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকায় নেমে আসে। দ্বিতীয় দিন সোমবার তা আরও কমে ৬৩৩ কোটি ৪৯ টাকায় নেমে এসেছে। 

সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক শূন্য চার পয়েন্ট কমে ৬ হাজার ৩৩৭ দশমিক ৮৮ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬৬ পয়েন্টে। 

সোমবার  ডিএসইতে ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ১০২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬টির দর।         

অপর বাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১৭  দশমিক ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭২২ দশমিক ২৮ পয়েন্টে।   

লেনদেন হয়েছে মাত্র ৮ কোটি ৬৭ লাখ টাকা। রোববার এই বাজারে লেনদেনের অঙ্ক ছিল ১৫ কোটি ৫৩ লাখ টাকা। 

১৮৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির দর।

পুঁজিবাজারে দরপতন পরবর্তী

পুঁজিবাজারে দরপতন

কমেন্ট