পুঁজিবাজারে টানা দরপতন

পুঁজিবাজারে টানা দরপতন

মঙ্গলবার ডিএসইতে লেনদেন কিছুটা বাড়লেও মূল্যসূচক কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩১ দশমিক শূন্য তিন পয়েন্টে অবস্থান করছে।

পুঁজিবাজারে দরপতন চলছেই। সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার লেনদেন কিছুটা বাড়লেও মূল্যসূচক কমেছে। দুই বাজারেই একই চিত্র দেখা গেছে। 

বড় দরপতন নিয়ে রোববার সপ্তাহ শুরু হয়েছিল। দ্বিতীয় দিন সোমবারও তা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সোমবার নেমে আসে ৬০০  কোটি টাকার ঘরে; লেনদেন হয় ৬৩৩ কোটি ৪৯ টাকা। 

মঙ্গলবার সেই লেনদেন সামান্য বেড়ে ৬৬০ কোটি ৯৫ লাখ টাকা হয়েছে। 

এক সপ্তাহ আগে গত সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়ে ১ হাজার ৪৪ কোটি ৫৬ লাখ টাকায় উৃঠেছিল। কিন্তু বুধবার তা কমে ৮৭৭ কোটি ৩৫ লাখ টাকায় নেমে আসে।  

ওই সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার তা বেড়ে ৯৪৭ কোটি টাকায় উঠেছিল। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিন রোববার তা কমে ৭৪৬ কোটি ১৬ লাখ টাকায় নেমে আসে। দ্বিতীয় দিন সোমবার তা আরও কমে ৬৩৩ কোটি ৪৯ টাকায় নেমে আসে। 

মঙ্গলবার ডিএসইতে লেনদেন কিছুটা বাড়লেও মূল্যসূচক কমেছে। প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে ৬ হাজার ৩৩১ দশমিক শূন্য তিন পয়েন্টে অবস্থান করছে। 

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ দশমিক ১২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬২ দশমিক ৩৪ পয়েন্টে।  

মঙ্গলবার ডিএসইতে ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮৮টির দর।          

অপর বাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭০৯ দশমিক ৯২ পয়েন্টে। 

লেনদেন হয়েছে ১০ কোটি ২৫ লাখ টাকা। সোমবার এই বাজারে লেনদেনের অঙ্ক ছিল ৮ কোটি ৬৭ লাখ টাকা। 

১৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির দর।

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার পরবর্তী

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

কমেন্ট