ডিএসইতে লেনদেন চলছে, আড়াই ঘন্টায় ২৪৩ কোটি টাকা লেনদেন
রোববারের সমস্যার সমাধান হয়েছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “গতকালের মতো একই সমস্যা হচ্ছে কি না, তা আজকের দিনের লেনদেন শেষে বোঝা যাবে। তবে আমরা বিকল্প উপায়ে লেনদেন নিষ্পত্তির প্রাক প্রস্তুতি নিয়ে রেখেছি।”
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার প্রযুক্তিগত ত্রুটি দেখা দিলেও সোমবার লেনদেন শুরু করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়নি বিনিয়োগকারীদের।
ফলে দিনের শুরুতে স্বাভাবিকভাবেই লেনদেন শুরু হয়; যদি বিনিয়োগকারীসহ অনেকেই সোমবারের লেনদেন শুরু করা নিয়ে দ্বিধান্বিত ছিলেন।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর সংশ্লিষ্ট এক কর্মকর্তা এআরএইচ ডটকমকে বলেন, “ডিএসইতে গতকাল যে কারিগরি ত্রুটি দেখা দিয়েছে, তাতে লেনদেন চালু করা নিয়ে সমস্যা নেই। সমস্যাটি ছিল লেনদেন শেষে শেয়ার কেনাবেচা সংক্রান্ত আদেশের স্বয়ংক্রিয় ডেটা তৈরির ব্যবস্থায়। কিছু প্রতিষ্ঠানের ডেটা ফাইল ভেঙে গিয়েছিল।”
“সে কারণে ওই সব প্রতিষ্ঠানের লেনদেন নিষ্পত্তিতে জটিলতা তৈরি হয়। এ ছাড়া ডিএসইর লেনদেন সংক্রান্ত অন্যান্য যন্ত্র স্বাভাবিক আছে। তাই লেনদেন শুরু করতে অসুবিধা হয়নি।”
রোববারের সমস্যার সমাধান হয়েছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “গতকালের মতো একই সমস্যা হচ্ছে কি না, তা আজকের দিনের লেনদেন শেষে বোঝা যাবে। তবে আমরা বিকল্প উপায়ে লেনদেন নিষ্পত্তির প্রাক প্রস্তুতি নিয়ে রেখেছি।”
এদিকে রোববারের ঘটনা কারিগরি ত্রুটির কারণ কি তা এখনো খুঁজে বের করতে পারেনি ডিএসই। রোববার লেনদেন শেষে প্রতিষ্ঠানটির শেয়ার কেনাবেচা সংক্রান্ত আদেশ ব্যবস্থাপনা যন্ত্রে (ওএমএস বা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম) ত্রুটি দেখা দেয়।
এ কারণে লেনদেন নিষ্পত্তিতে বাধার মুখে পড়ে ৬০ টির বেশি ব্রোকারেজ হাউস। তাদের মধ্যে সিংহভাগ প্রতিষ্ঠানের কর্মকর্তা সারা রাত জেগে ভোর রাতে লেনদেন নিষ্পত্তি করতে সক্ষম হন।
নিয়ম অনুযায়ী, প্রতিদিন লেনদেন শেষে লেনদেন নিষ্পত্তির জন্য শেয়ার কেনাবেচা সংক্রান্ত ডেটা বা তথ্য স্বয়ংক্রিয়ভাবে ব্রোকারেজ হাউসগুলোতে সরবরাহ করে ডিএসই। সেই অনুযায়ী শেয়ার সংরক্ষণকারী প্রতিষ্ঠান সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড বা সিডিবিএলের মাধ্যমে লেনদেন নিষ্পন্ন করে ব্রোকারেজ হাউসগুলো।
কিন্তু রোববার লেনদেন শেষে ডিএসইতে কারিগরি ত্রুটি দেখা দেয়। তাতে প্রতিষ্ঠানটির কাছ থেকে লেনদেন সংক্রান্ত ডেটা না পাওয়ায় লেনদেন নিষ্পত্তি করতে গিয়ে বাধার মুখে পড়ে ৬০ টির বেশি ব্রোকারেজ হাউস।
আড়াই ঘণ্টায় লেনদেন ১২০ কোটি টাকা
এদিকে সোমবার মূল্যসূচকের পতনে লেনদেন চলছে ডিএসইতে। সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে ২৪৩ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১০ দশমিক ৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক শূন্য ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ দশমিক ৪৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ দশমিক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪১ দশমিক ৪১ পয়েন্টে।
কমেন্ট