লেনদেন কিছুটা বাড়লেও সূচকের বড় পতন পুঁজিবজারে
সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন খানিকটা বাড়লেও মূলসূচকের বড় পতন হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৬ দশমিক ৯৯ পয়েন্টে নেমে এসেছে। ফাইল ছবি
লেনদেন কিছুটা বাড়লেও মূল্যসূচক বেশ পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। দুই বাজারেই একই চিত্র দেখা গেছে।
টানা দরপতনের পর চলতি সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্টের মতো বেড়েছিল। তবে লেনদেন আবার ৪০০ কোটি টাকার নিচে নেমে আসে। মঙ্গলবার দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৩৮৬ কোটি টাকায়, যা ছিল প্রায় তিন মাসের মধ্যে সর্বনিম্ন।
এর আগে সর্বশেষ চলতি বছরের ২৯ মার্চ ডিএসইতে সর্বনিম্ন ৩৮৩ কোটি টাকার লেনদেন হয়েছিল।
সর্বশেষ গত ১৮ জুলাই ডিএসইতে লেনদেন ছিল ১ হাজার ৪৪ কোটি টাকা। এরপর লেনদেন একটু একটু করে কমতে থাকে। সর্বশেষ তা প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা কমে ৪০০ কোটি টাকার নিচে নেমে আসে মঙ্গলবার।
তাতেই উদ্বেগ বেড়েছে পুঁজিবাজার সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে। কারণ, লেনদেন কমে গেলে তাতে বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হন, তেমনি ব্রোকারেজ হাউস থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক—সবারই আয় কমে যায়।
সেই পতনের ধারায় বাজার
সপ্তাহের চতুর্থ দিন ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন খানিকটা বাড়লেও মূলসূচকের বড় পতন হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৫৭ পয়েন্ট কমে ৬ হাজার ২৯৬ দশমিক ৯৯ পয়েন্টে নেমে এসেছে।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৪২ পয়েন্টে।
বুধবার ডিএসইতে ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৭টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫টির দর।
৪১৮ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে কিছুটা বেশি। মঙ্গলবার এই বাজারে ৩৮৫ কোটি ৭৩ লাখ টাকা লেনদেন হয়েছিল।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৬০ পয়েন্ট কমে ১৮ হাজার ৬২২ দশমিক ৯৪ পয়েন্টে নেমে এসেছে।
লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকা। মঙ্গলবার লেনদেনের অঙ্ক ছিল ৬ কোটি ৫৭ লাখ টাকা।
১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ২০টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।
কমেন্ট