লেনদেন বাড়ছে পুঁজিবাজারে

লেনদেন বাড়ছে পুঁজিবাজারে

লেনদেনের পাশাপাশি মূল্যসূচকও বাড়তে শুরু করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়েছিল। সোমবারও এই সূচক খানিকটা বেড়েছে; ১ দশমিক ৪২ পয়েন্ট।

লেনদেন বাড়ছে বাংলাদেশের পুঁজিবাজারে। সপ্তাহ দু’য়েক বেশ খরা যাওয়ার পর গত কয়েক দিন ধরে দুই বাজারেই লেনদেন ধীরে ধীরে বাড়ছে।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৪০ কোটি টাকা লেনদেন হয়েছে। এই অঙ্ক আগের দিনের চেয়ে ১১৩ কোটি টাকা বেশি।

লেনদেনের পাশাপাশি মূল্যসূচকও বাড়তে শুরু করেছে। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ১৪ পয়েন্ট বেড়েছিল। সোমবারও এই সূচক খানিকটা বেড়েছে; ১ দশমিক ৪২ পয়েন্ট।

সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইতে ৪২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে ৪১৩ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছিল; আগের দিনের চেয়ে বেড়েছিল ১৪ কোটি টাকা।

সাম্প্রতিক সময়ে লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কমে গিয়েছিল। কিছু দিন ধরে লেনদেন ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মধ্যে রয়েছে। মাঝে একদিন ৩০০ কোটি টাকার নিচেও নেমে এসেছিল।

গত ১৭ আগস্ট ডিএসইতে ২৯৯ কোটি ৫২ লাখ টাকা লেনদেন হয়েছিল।

গত ১৮ জুলাই ডিএসইতে এক হাজার ৪৪ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়। এর পর প্রায় তিন সপ্তাহ ধারাবাহিকভাবে কমতে কমতে লেনদেন তলানিতে নেমে এসেছিল।

সোমবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৯৯ দশমিক ৬৫ পয়েন্টে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৩ পয়েন্টে।

সোমবার ডিএসইতে ৩৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮২টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬২৬ দশমিক ৯৭ পয়েন্টে।

১০ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অঙ্ক ছিল ৪ কোটি ৪৯ লাখ টাকা।

লেনদেন হয়েছে ১৯৫টি কোম্পানির শেয়ারের দর। এর মধ্যে দাম বেড়েছে ৪৭টির; কমেছে ৫৩টির। আর দর বদলায়নি অর্থাৎ রোববারের দরেই লেনদেন হয়েছে ৯৫টির দর।

 

পুঁজিবাজারে ভালো আইপিও আসছে না: ডিএসই চেয়ারম্যান পরবর্তী

পুঁজিবাজারে ভালো আইপিও আসছে না: ডিএসই চেয়ারম্যান

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর