লেনদেন-সূচক কমেছে পুঁজিবাজারে
লেনদেনের পাশাপাশি মূল্যসূচকও কমেছে ডিএসইতে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৯০ দশমিক ৯৯ পয়েন্টে নেমে এসেছে। সোমবার এই সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছিল।
লেনদেন-সূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। দুই বাজারেই একই চিত্র দেখা গেছে।
সপ্তাহ দু’য়েক বেশ খরা যাওয়ার পর চলতি সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়ে ৫৪০ কোটি টাকায় ওঠে। যা ছিল আগের দিন রোববারের চেয়ে ১১৩ কোটি টাকা বেশি।
কিন্তু একদিন পর মঙ্গলবার সেই লেনদেন ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে; লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৫৩ লাখ টাকা।
লেনদেনের পাশাপাশি মূল্যসূচকও কমেছে ডিএসইতে। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৬৬ পয়েন্ট কমে ৬ হাজার ২৯০ দশমিক ৯৯ পয়েন্টে নেমে এসেছে। সোমবার এই সূচক ১ দশমিক ৪২ পয়েন্ট বেড়েছিল।
অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৮ পয়েন্টে।
মঙ্গলবার ডিএসইতে ৩২০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৩৩টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০টির।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৩ দশমিক ২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৬০৫ দশমিক ২৩ পয়েন্টে।
৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অঙ্ক ছিল ১০ কোটি ৭১ লাখ টাকা।
লেনদেন হয়েছে ১৬০টি কোম্পানির শেয়ারের দর। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২০টির; কমেছে ৬৪টির। আর দর বদলায়নি অর্থাৎ সোমবারের দরেই লেনদেন হয়েছে ৭৬টির দর।
সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসইতে ৪২৭ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইতে ৪১৩ কোটি ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছিল।
সাম্প্রতিক সময়ে লেনদেনের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কমে গিয়েছিল। কিছু দিন ধরে লেনদেন ৪০০ থেকে ৫০০ কোটি টাকার মধ্যে রয়েছে। মাঝে একদিন ৩০০ কোটি টাকার নিচেও নেমে এসেছিল।
গত ১৭ আগস্ট ডিএসইতে ২৯৯ কোটি ৫২ লাখ টাকা লেনদেন হয়েছিল। ১৮ জুলাই ডিএসইতে এক হাজার ৪৪ কোটি টাকারও বেশি মূল্যের শেয়ার কেনাবেচা হয়।
এর পর প্রায় তিন সপ্তাহ ধারাবাহিকভাবে কমতে কমতে লেনদেন তলানিতে নেমে এসেছিল।
সোমবার হঠাৎ করে লেনদেন বেড়ে ৫০০ কোটি টাকা ছাড়ায়। কিন্তু মঙ্গলবার তা ফের কমে ৪০০ কোটি টাকার নিচে নেমে এসেছে।
কমেন্ট