বড় দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

বড় দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

রোববার প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৮১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ দশমিক ৯৩ পয়েন্টে নেমেছে। লেনদেন নেমে এসেছে ৫০০ কোটি টাকায়।

বড় দরপতনে সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজার। সব মিলিয়ে গত সপ্তাহটা ভালোই গিয়েছিল।দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেনেও বেড়েছিল।

বিনিয়োগকারীদের কিছুটা হলেও আশা জেগেছিল; সবাই ভাবছিলেন বাজার বোধ হয় ঘুরে দাঁড়াবে। কিন্তু সে আশায় গুড়েবালি।

বড় দরপতনের মধ্য দিয়েই শুরু হলো নতুন সপ্তাহ। সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৮১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ দশমিক ৯৩ পয়েন্টে নেমে এসেছে।

অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৬ পয়েন্টে।

লেনদেন নেমে এসেছে ৫০০ কোটি টাকায়। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার এই বাজারে ৭৩৫ কোটি ৩৬ লাখ টাকা লেনদেন হয়েছিল।

গত সপ্তাহে লেনদেন প্রায় ৪০ শতাংশ বেড়েছিল। সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইর মোট লেনদেন বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫ কোটি টাকায়।

আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৮৬৪ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে ডিএসইতে লেনদেন ১ হাজার ১৪১ কোটি টাকা বা ৪০ শতাংশ বেড়েছে।

বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিমা খাতের লেনদেনের ওপর ভর করেই মূলত গত সপ্তাহে বাজারের সার্বিক লেনদেন বেড়েছিল। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনের বড় অংশই ছিল এই খাতের।

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়ে আবারও ৮০০ কোটি টাকা ছাড়িয়েছিল, যা আগের সপ্তাহে ছিল ৫৭৩ কোটি টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তরে আটকে ছিল। সপ্তাহ শেষে ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানির সংখ্যা দাঁড়ায় ২১৬টি। লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে ৯২টির দাম বেড়েছে, কমেছে ৭৩টির।

রোববার ডিএসইতে ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ১২টির, কমেছে ১৪৮টির। আর অপরিবর্তিত রয়েছে ১৫০টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৮ দশমিক ৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৫ দশমিক ৪৯ পয়েন্টে।

৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের অঙ্ক ছিল ২৪ কোটি ৪৭ লাখ টাকা।

লেনদেন হয়েছে ১৪৩টি কোম্পানির শেয়ারের দর। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ১৩টির; কমেছে ৮০টির। আর দর বদলায়নি অর্থাৎ বৃহস্পতিবারের দরেই লেনদেন হয়েছে ৫০টির দর।

ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান দায়িত্ব নিয়েছেন পরবর্তী

ডিএসইর নতুন এমডি তারিকুজ্জামান দায়িত্ব নিয়েছেন

কমেন্ট