ডিএসইতে লেনদেন ফের ৪০০ কোটির ঘরে

ডিএসইতে লেনদেন ফের ৪০০ কোটির ঘরে

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার এই বাজারে ৪৪১ কোটি ২৭ লাখ টাকা লেনদেন হয়েছিল। আগের দিন লেনদেনের অঙ্ক ছিল ৫০০ কোটি ৭৪ লাখ টাকা। ফাইল ছবি

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন ৪০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার এই বাজারে ৪৪১ কোটি ২৭ লাখ টাকা লেনদেন হয়েছিল। আগের দিন লেনদেনের অঙ্ক ছিল ৫০০ কোটি ৭৪ লাখ টাকা।

গত ৬ আগস্ট সোমবার ডিএসইতে ৪১৭ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয়েছিল।

বড় দরপতনে রোববার সপ্তাহ শুরু করে বাংলাদেশের পুঁজিবাজার; ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৮১ পয়েন্ট কমে ৬ হাজার ২৮০ দশমিক ৯৩ পয়েন্টে নেমে আসে।

সোমবার অবশ্য এই সূচক ১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮২ দশমিক ৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। তবে লেনদেন বেশ খানিকটা কমেছে।

সব মিলিয়ে গত সপ্তাহটা ভালোই গিয়েছিল। দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেনেও বেড়েছিল। বিনিয়োগকারীদের কিছুটা হলেও আশা জেগেছিল; সবাই ভাবছিলেন বাজার বোধ হয় ঘুরে দাঁড়াবে। কিন্তু সে আশায় গুড়েবালি। লেনদেন ফের তলানিতে নামছে। 

গত সপ্তাহে ডিএসইতে লেনদেন প্রায় ৪০ শতাংশ বেড়েছিল। সপ্তাহের পাঁচ কার্যদিবসে ডিএসইর মোট লেনদেন বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৫ কোটি টাকায়।

আগের সপ্তাহে যার পরিমাণ ছিল ২ হাজার ৮৬৪ কোটি টাকা। সেই হিসাবে এক সপ্তাহে ডিএসইতে লেনদেন ১ হাজার ১৪১ কোটি টাকা বা ৪০ শতাংশ বেড়েছে।

বাজার–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিমা খাতের লেনদেনের ওপর ভর করেই মূলত গত সপ্তাহে বাজারের সার্বিক লেনদেন বেড়েছিল। সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেনের বড় অংশই ছিল এই খাতের।

ডিএসইতে গত সপ্তাহে দৈনিক গড় লেনদেন বেড়ে আবারও ৮০০ কোটি টাকা ছাড়িয়েছিল, যা আগের সপ্তাহে ছিল ৫৭৩ কোটি টাকা।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশির ভাগই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বেঁধে দেওয়া ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তরে আটকে ছিল। সপ্তাহ শেষে ফ্লোর প্রাইসে আটকে থাকা কোম্পানির সংখ্যা দাঁড়ায় ২১৬টি। লেনদেন হওয়া অন্যান্য কোম্পানির মধ্যে ৯২টির দাম বেড়েছে, কমেছে ৭৩টির।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইতে অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।

৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৬টির দর।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৮০ দশমিক ২৭ পয়েন্টে।

১১ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অঙ্ক ছিল ৮ কোটি ১৫ লাখ টাকা।

লেনদেন হয়েছে ১৬৭টি কোম্পানির শেয়ারের দর। এর মধ্যে দাম বেড়েছে ৩৭টির; কমেছে ৬৭টির। আর দর বদলায়নি অর্থাৎ রোববারের দরেই লেনদেন হয়েছে ৬৩টির দর।

বড় দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে পরবর্তী

বড় দরপতনে সপ্তাহ শুরু পুঁজিবাজারে

কমেন্ট