ব্যাংক হলিডে রোববার, বন্ধ থাকবে পুঁজিবাজারও

ব্যাংক হলিডে রোববার, বন্ধ থাকবে পুঁজিবাজারও

আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতি বছর দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর।

‘ব্যাংক হলিডে’ উপলক্ষ্যে ৩১ ডিসেম্বর রোববার দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। আর সে কারণে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ওইদিন লেনদেন হবে না।

ডিএসই’র জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এআরএইচ ডট নিউজকে বলেন, “বছরের শুরুতেই এ ছুটির তালিকা দেওয়া হয়। রোববার পুঁজিবাজারের শেয়ার লেনদেন বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চলবে।”

আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার জন্য বার্ষিক হিসাব-নিকাশ শেষ করতে প্রতি বছর দুই দিন ‘ব্যাংক হলিডে’ থাকে। অর্থবছরের প্রথম দিন ১ জুলাই এবং পঞ্জিকা বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ রাখা হয়, শুধু দাপ্তরিক কার্যক্রম চলে।

পুঁজিবাজারে শেয়ার কেনাবেচার পর অর্থ লেনদেন হয় ব্যাংকের মাধ্যমে। ব্যাংক বন্ধ থাকলে দেশের দুই পুঁজিবাজারেও কোনো প্রকার লেনদেন হয় না।

ব্যাংকিং খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় এখন পঞ্জিকা বছরের প্রথম দিনই গ্রাহকের হিসাবে আগের বছরে সুদ পরিশোধ করছে ব্যাংকগুলো। সম্ভাব্য এ সুদের হিসাব বের করতে আগে কয়েক দিন লেগে যেত।

ব্যাংকগুলো ইতোমধ্যে ‘প্রফিট পোস্টিং’(সুদ হার ঠিক করা গ্রাহকের হিসাবে দেওয়া) শুরু করেছে। এজন্য কিছু ব্যাংক ডিসেম্বরের ২৫ তারিখের সর্বশেষ স্থিতি বিবেচনায় নিচ্ছে। চূড়ান্ত হিসাবের সময় অবশিষ্ট দিনগুলোর সুদ সমন্বয় করা হবে।

৩০ জুন ব্যাংকগুলো ছয় মাসের আর্থিক হিসাব শেষ করে। সারাদেশের বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে অর্ধ-বার্ষিক ব্যালেন্স শিট প্রস্তুত করা হয়। হিসাব বিবরণী প্রস্তুত করার কারণে ৩০ জুনের পরের দিন ১ জুলাই ব্যাংক হলিডে থাকে।

বাংলাদেশে মন্দা, বিশ্বের দ্বিতীয় সেরা শেয়ারবাজার এখন পাকিস্তানে পরবর্তী

বাংলাদেশে মন্দা, বিশ্বের দ্বিতীয় সেরা শেয়ারবাজার এখন পাকিস্তানে

কমেন্ট