নতুন সরকারকে ঘিরে আশার আলো পুঁজিবাজারে

নতুন সরকারকে ঘিরে আশার আলো পুঁজিবাজারে

প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শেখ হাসিনাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ছবি: ফোকাস বাংলা

নতুন সরকারকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন থেকেই দীর্ঘদিনের মন্দা বাজারে চাঙাভাব দেখা দিয়েছে। ভোট নিয়ে ভয়-আতঙ্ক কেটে যাওয়ায় এখন থেকে বাজার ভালো দিকে যাবে বলে আশার কথা শুনিয়েছেন বাজার বিশ্লেষকরা।

নির্বাচিত সংসদ সদস্যরা বুধবার শপথ নিয়েছেন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায়। প্রধানমন্ত্রীর সঙ্গে শপথ নিয়েছেন ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী।

ভোট গ্রহণের পর প্রথম কার্যদিবস সোমবার দেশের দুই বাজারেই মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছিল। পরের দিন মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছিল।

বুধবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৪৩ পয়েন্ট বেড়েছিল। লেনদেন হয়েছিল ৫০৮ কোটি ৪৭ কোটি টাকা।

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইএক্স ১৬ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০১ দশমিক ৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন বেড়ে হয়েছে ৭৫২ কোটি ৮৪ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৮ দশমিক ৩৫ পয়েন্ট।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে ঘিরে বিনিয়োগকারীদের মধ্যে একধরনের শঙ্কা ছিল। কিন্তু বড় ধরনের কোনো সংঘাত ছাড়া নির্বাচন সম্পন্ন হওয়ায় বিনিয়োগকারীরা কিছুটা শঙ্কামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৮টির দর।

বৃহস্পতিবার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৮ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৬৫ পয়েন্টে।

সিএসইতে ১৯০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, কমেছে ৪৪টির এবং ৮২টির দর অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার।

বাজারের কয়েক দিনের ইতিবাচক ধারায় সন্তোষজনক প্রকাশ করে বাজার বিশ্লেষণ করে ডিএসইর বর্তমান পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী এআরএইচ ডট নিউজকে বলেন, “নির্বাচন নিয়ে যে ভয়-আতঙ্ক ছিল সেটা কেটে গেছে; শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। শেখ হাসিনা পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছেন।”

“রাজনীতি নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা আর নেই। সে কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসতে শুরু করেছে; বাজার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে।”

আগামী দিনগুলোতে বাজার ভালো হবে বলে আশার কথা শোনার এই বাজার বিশ্লেষক।

তিনি বলেন, “বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে, তাতে সূচক বেড়েছে। আর সূচকের এ উত্থানে ব্যাংক খাতের কিছু শেয়ারের মূল্যবৃদ্ধির বড় প্রভাব রয়েছে। শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের শেয়ারের দামে কোনো নড়াচড়া ছিল না। কিন্তু নির্বাচনের পর আজ প্রথম কার্যদিবসে কয়েকটি ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে। এ ছাড়া ভালো মৌলভিত্তির কয়েকটি কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এটি বাজারের জন্য ইতিবাচক।”

“যদিও বাজারে চ্যালেঞ্জ আছে। সুদের হার বেড়েই চলেছে। বাজারে ডলার সংকট আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনও লাগছে। সিব মিলিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি,” বলেন শাকিল রিজভী।

ভোটের পর চাঙাভাবে পুঁজিবাজার পরবর্তী

ভোটের পর চাঙাভাবে পুঁজিবাজার

কমেন্ট