নতুন মন্ত্রিসভায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ৩ জন, সংসদ সদস্য ১৫

নতুন মন্ত্রিসভায় পুঁজিবাজার সংশ্লিষ্ট ৩ জন, সংসদ সদস্য ১৫

ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম এবং এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর শেখ হাসিনা বৃহস্পতিবার তার পঞ্চম সরকারের সদস্যদের নিয়ে শপথ নিয়েছেন।

লক্ষ্য এবার ‘স্মার্ট বাংলাদেশ’—আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ছিল তাই। সেই লক্ষ্যের যাত্রায় নতুন মন্ত্রিসভা গঠন করেছেন শেখ হাসিনা। দপ্তরও বণ্টন করে দিয়েছেন তাদের। শপথের পরপরই নতুন ৩৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন আসে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।

নতুন সরকারকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে বাংলাদেশের পুঁজিবাজারে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন থেকেই দীর্ঘদিনের মন্দা বাজারে চাঙাভাব দেখা দিয়েছে। ভোট নিয়ে ভয়-আতঙ্ক কেটে যাওয়ায় এখন থেকে বাজার ভালো দিকে যাবে বলে আশার কথা শুনিয়েছেন বাজার বিশ্লেষকরা।

শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় পুঁজিবাজার সংশ্লিষ্ট তিন ব্যক্তি স্থান পেয়েছেন। তারা হলেন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস এইচআর সিকিউরিটিজের পরিচালক সাবের হোসেন চৌধুরী, এআরসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুর রহমান এবং ডিএসইর সাবেক সভাপতি ও মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান আহসানুল ইসলাম টিটু।

তাদের মধ্যে সাবের হোসেন চৌধুরী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং আবদুর রহমান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। আর আহসানুল ইসলাম পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

এ ছাড়া প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা পুনর্নির্বাচিত হয়েছেন সালমান এফ রহমান। তিনি ব্রোকারেজ হাউস বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো লিমিটেডের ভাইস চেয়ারম্যান।

ডিএসই এক অভিনন্দনবার্তায় বলেছে, এবারের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুঁজিবাজার সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাদের মধ্য থেকে শপথ গ্রহণের মাধ্যমে গতকাল তিনজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন।

বাকি ১২ জন সংসদ সদস্য হচ্ছেন—বেক্সিমকো সিকিউরিটিজের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বিডি সানলাইফ সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, শাহ্‌জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের শেয়ারহোল্ডার ও হা–মীম গ্রুপের এমডি এ কে আজাদ, ট্রেজারার সিকিউরিটিজের চেয়ারম্যান ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, ট্রাস্টি সিকিউরিটিজের এমডি মো. সিরাজুল ইসলাম মোল্লা, মন্ডল সিকিউরিটিজের এমডি মো. আব্দুল মমিন মন্ডল, বিএনবি সিকিউরিটিজের পরিচালক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরএকে ক্যাপিটালের পরিচালক এস এ কে একরামুজ্জামান, আনোয়ার খান মডার্ন সিকিউরিটিজের এমডি আনোয়ার হোসেইন খান, স্নিগ্ধা ইকুইটিজের পরিচালক নিজাম উদ্দিন হাজারী, অগ্রণী ইনস্যুরেন্স সিকিউরিটিজের পরিচালক এইচ এম ইব্রাহিম ও মোনার্ক হোল্ডিংসের পরিচালক ও ক্রিকেটার সাকিব আল হাসান।

এর মধ্যে সাকিব আল হাসান পুঁজিবাজারবিষয়ক শিক্ষা কার্যক্রমের দূত হিসেবেও কাজ করেছেন।

বাজারের কয়েক দিনের ইতিবাচক ধারায় সন্তোষজনক প্রকাশ করে বাজার বিশ্লেষণ করে ডিএসইর বর্তমান পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী এআরএইচ ডট নিউজকে বলেন, “নির্বাচন নিয়ে যে ভয়-আতঙ্ক ছিল সেটা কেটে গেছে; শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে। শেখ হাসিনা পঞ্চমবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা শপথ নিয়েছেন।”

“রাজনীতি নিয়ে যে অনিশ্চয়তা ছিল তা আর নেই। সে কারণে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসতে শুরু করেছে; বাজার ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে।”

আগামী দিনগুলোতে বাজার ভালো হবে বলে আশার কথা শোনার এই বাজার বিশ্লেষক।

তিনি বলেন, “বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ছে, তাতে সূচক বেড়েছে। আর সূচকের এ উত্থানে ব্যাংক খাতের কিছু শেয়ারের মূল্যবৃদ্ধির বড় প্রভাব রয়েছে। শেয়ারবাজারে দীর্ঘদিন ধরে ব্যাংক খাতের শেয়ারের দামে কোনো নড়াচড়া ছিল না। কিন্তু নির্বাচনের পর আজ প্রথম কার্যদিবসে কয়েকটি ব্যাংকের শেয়ারের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি ঘটেছে। এ ছাড়া ভালো মৌলভিত্তির কয়েকটি কোম্পানির শেয়ারের দামও বেড়েছে। এটি বাজারের জন্য ইতিবাচক।”

“যদিও বাজারে চ্যালেঞ্জ আছে। সুদের হার বেড়েই চলেছে। বাজারে ডলার সংকট আছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনও লাগছে। সিব মিলিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি,” বলেন শাকিল রিজভী।

নতুন সরকারকে ঘিরে আশার আলো পুঁজিবাজারে পরবর্তী

নতুন সরকারকে ঘিরে আশার আলো পুঁজিবাজারে

কমেন্ট