সপ্তাহজুড়ে তেজিভাব পুঁজিবাজারে

সপ্তাহজুড়ে তেজিভাব পুঁজিবাজারে

বিনিয়োগকারীদের শেয়ার কেনার ঝোঁক বাড়ায় সূচকের পাশাপাশি লেনদেন বাড়ছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। আগামী দিনগুলোতে বাজারের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশার কথা শুনিয়েছেন তারা।

চড়ছে পুঁজিবাজার। লেনদেনের পাশাপাশি মূলসূচকও বাড়ছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারও সূচক বেড়েছে দুই বাজারে। এ নিয়ে সপ্তাহের পাঁচ দিনই বাজারে তেজিভাব লক্ষ্য করা গেছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন এক হাজার ৮০০ কোটি টাকা ছাড়িয়েছে। সেই সঙ্গে প্রধান সূচক আরও খানিকটা বেড়েছে। এ নিয়ে টানা নয় কার্যদিবস সূচক বাড়ল পুঁজিবাজারে। এমনটা গত কয়েক বছরে দেখা যায়নি।

বিনিয়োগকারীদের শেয়ার কেনার ঝোঁক বাড়ায় সূচকের পাশাপাশি লেনদেন বাড়ছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। আগামী দিনগুলোতে বাজারের এই ইতিবাচক ধারা অব্যাহত থাকবে বলে আশার কথা শুনিয়েছেন তারা।

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ডিএসইতে ১ হাজার ৮৫৭ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এটি গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল ২০২২ সালের ২০ সেপ্টেম্বর; সেদিন লেনদেনের অঙ্ক ছিল ১ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকা।

বৃহস্পতিবারের লেনদেন ছিল আগের দিনের চেয়ে প্রায় ১২৮ কোটি টাকা বেশি। বুধবার এই বাজারে লেনদেনের অঙ্ক ছিল ১ হাজার ৭৩০ কোটি ৪৩ লাখ টাকা।

ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দর তুলে নেওয়ার পর কয়েকদিন বাজারে পতন হলেও সেই ধাক্কা কাটিয়ে তেজিভাবে ফিরেছে বাজার।

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বাড়ছে। গত সপ্তাহে টানা চার দিন সূচক বেড়েছিল। সেই ধারাবাহিকতায় চলতি সপ্তাহের পাঁচ দিনও সূচক বেড়েছে। এ নিয়ে টানা নয় কার্যদিবস সূচক বাড়ল পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসছে। দীর্ঘ মন্দায় যারা এতদিন বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, তারা ফিরে আসছেন। বিশ্লেষকরাও আশার কথা শোনাচ্ছেন। বলছেন, বাজার আরও ভালো হবে।

সপ্তাহের শেষ দিন বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩৭৩ দশমিক ৪৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে শরীয়াহ সূচক ডিএসইএস ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৮৭ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২১০টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির দর।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহের চার দিনে (সোম, মঙ্গল,বুধ ও বৃহস্পতিবার) ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৫ পয়েন্ট বেড়েছিল; চলতি সপ্তাহের প্রথম দিন রবিবার বাড়ে ৬৭ পয়েন্ট। সোমবার বেড়েছে ৪২ পয়েন্টের মতো। মঙ্গলবার বেড়েছিল ২৩ শতাংশের বেশি। বুধবার বেড়েছে ৬ পয়েন্টের বেশি। সবশেষ বৃহস্পতিবার বেড়েছে ২০ পয়েন্টের বেশি।

সব মিলিয়ে এই নয় কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ৩০০ পয়েন্টের মতো বেড়েছে।

দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২০ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে লেনদেন শেষ হয়েছে ১৮ হাজার ২৯৫ দশমিক ৯০ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ৩০৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ১২০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট। বুধবার লেনদেন হয়েছিল ২৯ কোটি ২৩ লাখ টাকা।

সপ্তাহজুড়ে বাজারের চাঙাভাবে সন্তোষ প্রকাশ করেছেন বাজার বিশ্লেষক ডিএসইর বর্তমান পরিচালক ও সাবেক সভাপতি শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাকিল রিজভী।

এআরএইচ ডট নিউজকে তিনি বলেন, “অনেক দিন পর বাজার একটি ভালো সপ্তাহ পার করল। সপ্তাহের পাঁচ দিনই ‍সূচকের পাশাপাশি লেনদেন বেড়েছে। ১ হাজার থেকে লেনদেন সাড়ে ১৮শ’ টাকায় উঠেছে। বাজারের জন্য এটা খুবই ভালো লক্ষণ।”

তিনি বলেন, “আমি আগেই বলেছিলাম ফ্লোর প্রাইস উঠে যাওয়ার পর বিক্রির চাপে দু-একদিন বাজারে পতন হবে। তারপর ঠিক হয়ে যাবে। বাজার ভালোর দিকে যাবে। এখন আসলে তাই হচ্ছে।”

“নির্বাচনের আগে ও পরে দেশে রাজনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে—এমন শঙ্কা ছিল। কিন্তু সব কিছু ঠিকঠাক মতো হয়েছে। সব ভয় কেটে গেছে। এখন বাজার স্বাভাবিক হবে; ভালো হবে। সর্বনিম্ন মূল্যস্তরের কারণে অনেকে দীর্ঘদিন শেয়ার বিক্রি করতে পারেননি। ফলে মূল্যস্তর উঠে যাওয়ায় যাদের নগদ অর্থের বেশি প্রয়োজন ছিল, তাদের অনেকেই শেয়ার বিক্রি করে দিচ্ছিলেন। সে কারণে বাজার সমন্বয় হয়েছে। এখন স্বাভাবিক হয়ে এসেছে। বাজার এখন ভালো হবে।”

“ফ্লোর প্রাইস তুলে দেওয়ার পর বাজারের একটা ধাক্কা লেগেছিল। সেই ধাক্কা কেটে গেছে। বাজার ইতিবাচক ধারায় ফিরছে। আমি মনে করি বাজার সঠিক পথেই আছে।”

‘বাজার এখন ভালোর দিকে যাবে’ মন্তব্য করে শাকিল রিজভী বলেন, “বিনিয়োগকারীদের ধৈর্য ধরতে হবে। দেখেশুনে বিনিয়োগ করতে হবে। বিনিয়োগকারীদের আমি বলব—মূল্যসূচকের দিকে না তাকিয়ে শেয়ারের গতিপ্রকৃতি দেখে বিনিয়োগ করুন। আতঙ্কিত হয়ে কোনও শেয়ার বিক্রি করে দেবেন না। হুট করে কোনও সিদ্ধান্ত নিলে সেটা ভুল সিদ্ধান্ত হবে।”

চড়ছে পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন ১৭০০ কোটি টাকা ছাড়াল পরবর্তী

চড়ছে পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন ১৭০০ কোটি টাকা ছাড়াল

কমেন্ট