চাঙা পুঁজিবাজার, লেনদেন ২০০০ কোটি টাকা ছাড়াল

চাঙা পুঁজিবাজার, লেনদেন ২০০০ কোটি টাকা ছাড়াল

সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র-জনতার গণ আন্দোলনে ক্ষমতার পালা বদলের পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসায় পুঁজিবাজারে উল্লম্ফন দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

ছুটছে পুঁজিবাজার; টানা চার কর্মদিবস মূল্যসূচকের পাশাপাশি লেনদেনেও উত্থান চলছে। পাঁচ মাস পর দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। লেনদেন ছাড়িয়েছে ২ হাজার কোটি টাকা।

সরকারি চাকরিতে কোটা নিয়ে ছাত্র-জনতার গণ আন্দোলনে ক্ষমতার পালা বদলের পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসায় পুঁজিবাজারে উল্লম্ফন দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সপ্তাহের প্রথম দিন রবিবার ডিএসইএক্স ৯১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৫ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করছে। শতাংশ হিসাবে এই সূচক বেড়েছে ১ দশমিক ৫৩ শতাংশ।

এ নিয়ে টানা চার কার্যদিবসের উত্থানে ডিএসইএক্স প্রায় ৮০০ পয়েন্ট বেড়েছে। লেনদেন ২০০ কোটি টাকা থেকে ২ হাজার কোটি টাকায় উঠেছে। এই লেনদেন ২৩ মাসের মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০২২ সালের ২০ সেপ্টেম্বর লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩২ কোটি ৩০ লাখ টাকা।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ৭ আগস্ট (মঙ্গলবার) প্রথম লেনদেন দিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ২০০ পয়েন্ট বেড়েছিল। শতাংশ হিসাবে বেড়েছিল ৩ দশমিক ৭৭ শতাংশ। লেনদেন হয়েছিল ৭৫০ কোটি টাকা।

পরের দিন বুধবার এই সূচক বেড়েছিল ১৯২ দশমিক ৩৬ পয়েন্ট বাড়ে; শতাংশ হিসাবে বাড়ে সাড়ে ৩ শতাংশ।

গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ডিএসইএক্স ৩০৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯২৪ দশমিক ৮১ পয়েন্টে দাঁড়ায়।

আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৭ আগস্ট পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল। তবে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে দেশত্যাগের পর ৬ আগস্ট সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাংকসহ সব সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার ঘোষণা দেওয়া হয়; পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়।

রবিবার ডিএসইর অপর দুই সূচক ডিএসইএস ১০ দশমিক ৩৬ পয়েন্ট বা দশমিক ৮১ শতাংশ বেড়ে ১ হাজার ২৮৫ দশমিক ২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ৫১ দশমিক ৬২ পয়েন্ট বা ২ দশমিক ৪২ শতাংশ বেড়ে ২ হাজার ১৮৪ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে।

রবিবার ডিএসইতে ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৭টির দাম বেড়েছে; কমেছে ১৭৩টির। আর অপরিবর্তিত ছিল ২০টির দর।

কোটা নিয়ে আন্দোলনের অস্থিরতার মধ্যে গত সপ্তাহের প্রথম দিন রবিবার পুঁজিবাজারে বড় দরপতন হয়। ওইদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ১০৪ দশমিক ৬৬ পয়েন্ট কমেছিল।

বিদায়ী সরকার বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করায় সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার পুঁজিবাজারে লেনদেন হয়নি।

উল্লম্ফন সিএসইতেও

রবিবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮২ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২৮২ দশমিক ৪৫ পয়েন্টে। শতাংশ হিসাবে এই সূচক বেড়েছে ২ দশমিক ৮৭ শতাংশ।

লেনদেন হয়েছে ৩০ কোটি ৮৯ লাখ টাকা।

২৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৯৪টির। কমেছে ৮৬টির। আর অপরিবর্তিত ছিল ১৫টির দর।

একাধিক ব্রোকারেজ হাউসের শীর্ষ নির্বাহী নাম প্রকাশ না করার শর্তে এআরএইচ ডট নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে পুঁজিবাজারে মন্দা চলছিল। অনেক বিনিয়োগকারী হতাশ হয়ে বাজার থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ছাত্র-জনতার গণ আন্দোলনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে আসায় পুঁজিবাজারে উল্লম্ফন দেখা দিয়েছে বলে মনে করছেন তারা।

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ

এদিকে সরকার পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নেতৃত্ব পরিবর্তনের ধারাবাহিকতায় পদ ছাড়লেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অর্থ মন্ত্রণলয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আব্দুর রহমান খান রবিবার শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগের কথা নিশ্চিত করেন।

এআরএইচ ডট নিউজকে তিনি বলেন, “শনিবার রাতে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।”

সরকার পতনের পরের দিন মঙ্গলবার থেকে অফিস খুললেও তিনি কার্যালয়ে আসছিলেন না।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহসিন চৌধুরী

বিএসইসির চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত সংস্থাটি কমিশনার মু. মোহসিন চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবিবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে মু. মোহসিনকে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে একটি আদেশ জারি করা হয়। ওই আদেশে স্বাক্ষর করেন উপসচিব ফরিদা ইয়াসমিন।

আদেশে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কমিশনার মোহসিন চৌধুরী বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে রুটিন দায়িত্ব পালন করবেন।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে জানিয়ে এতে আরও বলা হয়, “বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের পদত্যাগপত্র দাখিলের তারিখ (১০ আগস্ট) থেকে এ আদেশ কার্যকর হবে।”

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সাংবাদিকদের বলেন, কমিশনার মোহসিন চৌধুরী বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি দৈনন্দিন রুটিন কার্যক্রমের দায়িত্ব পালন করবেন, তবে কোনও নীতিগত সিদ্ধান্ত নিতে পারবেন না।

শেখ হাসিনা গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়লে সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের পদত্যাগ করতে দেখা যায়। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে ইমেইলে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আবদুর রহমান খানের কাছে ব্যক্তিগত অসুবিধার কথা জানিয়ে পদত্যাগ করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম।

এর আগে শুক্রবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

বেক্মিমকো, ইসলামী ব্যাংকসহ ৬ কোম্পানির ফ্লোর প্রাইসও উঠে যাচ্ছে পরবর্তী

বেক্মিমকো, ইসলামী ব্যাংকসহ ৬ কোম্পানির ফ্লোর প্রাইসও উঠে যাচ্ছে

কমেন্ট