বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ

বিএসইসির নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে অর্থনীতিবিদ এম মাসরুর রিয়াজকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ মঙ্গলবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। চার বছরের জন্য তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

মাসরুর রিয়াজ বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। বিশ্বব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার।

যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে তিনি পিএইচডি করেছেন। পরে এমবিএ করেছেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিয়ন্স ইউনিভার্সিটি থেকে।

ক্ষমতার পালাবদলের পর রবিবার পদত্যাগ করেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত–উল–ইসলাম। গত ২৮ এপ্রিল দ্বিতীয় মেয়াদে বিএসইসির চেয়ারম্যান হিসেবে চার বছরের জন্য পুনর্নিয়োগ পেয়েছিলেন তিনি।

৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর থেকে তিনি কর্মস্থলে যোগ দেননি।

নতুন চেয়ারম্যান মাসরুর রিয়াজ ২০১০ সাল থেকে ১০ বছর বিশ্ব ব্যাংক গ্রুপের বিনিয়োগ পরিবেশ ও বেসরকারি খাত উন্নয়ন ইউনিটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ম্যানেজার হিসাবে কাজ করেন।

এর মধ্যে বাংলাদেশে বিশ্বব্যাংক গ্রুপের বেসরকারি খাত উন্নয়ন কর্মসূচিতে ট্রেড অ্যান্ড কম্পিটেটিভনেস গ্লোবাল প্র্যাকটিস বিষয়ক সমন্বয়ক এবং তারপর ফাইন্যান্স, কম্পিটেটিভনেস অ্যান্ড ইনোভেশন গ্লোবাল প্র্যাকটিস বিষয়ক সমন্বয়কের দায়িত্ব পালন করেন।

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২০ সালের মার্চে পর্যন্ত তিনি বিশ্বব্যাংক গ্রুপের সিঙ্গাপুর অফিসে কাজ করেন, সেখানে পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় এবং দক্ষিণ এশীয় অঞ্চলে কম্পিটেটিভনেস ইনিশিয়েটিভের নেতৃত্ব দেন।

বাংলাদেশে বিশ্বব্যাংকের বাংলাদেশ ইনভেস্টমেন্ট ক্লাইমেট ফান্ডের (বিসিআইএফ) প্রধান হিসাবেও দয়িত্ব পালন করেন মাসরুর রিয়াজ।

বেসরকারি খাতে বিশ্ব ব্যাংকের ঋণদাতা উইং আইএফসির সঙ্গেও তিনি কাজ করেছেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ ইনভেস্টমেন্ট অ্যাডভাইজরি কাউন্সিল গঠন করলে সেখানে আইএফসির পক্ষে প্রতিনিধিত্ব করেন তিনি।

বিশ্বব্যাংকে যোগ দেওয়ার আগে বাংলাদেশে ব্রিটিশ সরকারের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা ডিএফআইডির উপদেষ্টা হিসেবেও কাজ করেন রিয়াজ।

প্রয়াত সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে মাসরুর রিয়াজ সামষ্টিক অর্থনীতি নিয়ে গবেষণাতেও যুক্ত ছিলেন। বাংলাদেশের অর্থনীতির উৎপাদনশীলতা সম্পর্কে তাৎক্ষণিক ধারণা দিতে তার নেতৃত্বাধীন পলিসি এক্সচেঞ্জ সম্প্রতি মেট্টোপলিনটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডিস্ট্রির সঙ্গে মিলে পিএমআই সূচক প্রকাশ করে আসছে।

চাঙা পুঁজিবাজার, লেনদেন ২০০০ কোটি টাকা ছাড়াল পরবর্তী

চাঙা পুঁজিবাজার, লেনদেন ২০০০ কোটি টাকা ছাড়াল

কমেন্ট