পুঁজিবাজারে লেনদেন তলানিতে নেমেছে
সপ্তাহের প্রথম দিন রবিবারও ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়েছিল; অঙ্ক ছিল ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা।
পুঁজিবাজারে লেনদেন তলানিতে নেমেছে। সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ২৭৮ কোটি ৬৬ লাখ টাকা লেনদেন হয়েছে।
এই লেনদেন মাসের মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে গত ৪ আগ্সট এই বাজারে ২০৭ কোটি টাকার লেনদেন হয়েছিল।
সপ্তাহের প্রথম দিন রবিবারও ৩০০ কোটি টাকার কম লেনদেন হয়েছিল; অঙ্ক ছিল ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পুঁজিবাজারে ব্যাপক উত্থান শুরু হয়। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। টানা চার কর্মদিবসে (৬, ৭, ৮ ও ১১ আগস্ট) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮০০ পয়েন্টের মতো বেড়েছিল।
১১ আগস্ট ডিএসইএক্স ৯১ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে ৬ হাজার ১৫ দশমিক ৯০ পয়েন্টে উঠেছিল। লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।
এর পর থেকে মাঝে-মধ্যে কিছুটা বাড়লেও প্রায় প্রতিদিনই মূল্যসূচক পড়ছে দুই বাজারে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণ কমতে কমতে এখন তলানিতে নেমে এসেছে।
চার মাসের ব্যবধানে ডিএসইএক্স কমেছে প্রায় ১ হাজার পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা যাচ্ছে।
সোমবারের বাজার পরিস্থিতি
টানা তৃতীয় কর্মদিবসের মতো সোমবার সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহের প্রথম দিন রবিবার গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৯৯ পয়েন্ট কমে ৫ হাজার ১৮১ দশমিক ৮৩ পয়েন্টে দাঁড়িয়েছিল।
সোমবার আরও ১৪ দশমিক ৮৫ পয়েন্ট কমেছে; সূচক নেমেছে ৫ হাজার ১৬৬ পয়েন্টে।
গত বৃহস্পতিবারও মূল্যসসূচক কমেছিল। এ নিয়ে তিন দিনে ডিএসইএক্স কমলো ৭১ পয়েন্ট।
বৃহস্পতিবারের আগের তিন দিনে ডিএসই সূচকে যোগ হয়ে ৫৩ পয়েন্ট।
অন্য দুই সূচকের মধ্যে সোমবার ডিএসই শরিয়া সূচক ২ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৪ দশমিক ১১ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৪ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৪ দশমিক ০৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
সোমবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৬টিরই দাম বেড়েছে। কমেছে ১৭৯টির এবং অপরিবর্তিত ছিল ৯০টির দর।
এদিন ডিএসইতে ২৭৮ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন রবিবার লেনদেনের অঙ্ক ছিল ২৯৩ কোটি ৩৮ লাখ টাকা।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৭১ দশমিক ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
২০৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৭০টির দর বেড়েছে। কমেছে ৯০টির এবং অপরিবর্তিত ছিল ৪৫টির দর।
৫ কোটি ২৫ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
কমেন্ট