পুঁজিবাজার: লেনদেন তলানিতে, ৫ মাসে সর্বনিম্ন

পুঁজিবাজার: লেনদেন তলানিতে, ৫ মাসে সর্বনিম্ন

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাড়ে চার মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৫০ পয়েন্টের মতো কমেছে।

মন্দা পুঁজিবাজারে লেনদেন তলানিতে নেমেছে। সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মাত্র ২৭৫ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছে।

এই লেনদেন প্রায় পাঁচ মাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে এই বাজারে এর চেয়ে কম লেনদেন হয়েছিল গত ৪ আগস্ট; ২০৭ কোটি ৮৩ লাখ টাকা।

আগের দিন সোমবার লেনদেনের অঙ্ক ছিল ৩০৩ কোটি ২৭ লাখ টাকা। সপ্তাহের প্রথম দিন রবিবার লেনদেন হয়েছিল ৩১২ কোটি ৯১ লাখ টাকা।

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পুঁজিবাজারে ব্যাপক উত্থান শুরু হয়। মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। টানা চার কর্মদিবসে (৬, ৭, ৮ ও ১১ আগস্ট) প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮০০ পয়েন্টের মতো বেড়েছিল।

১১ আগস্ট ডিএসইএক্স ৯১ পয়েন্টের বেশি বেড়ে ৬ হাজার পয়েন্ট ছাড়িয়ে ৬ হাজার ১৫ দশমিক ৯০ পয়েন্টে উঠেছিল। লেনদেন ২ হাজার কোটি টাকা ছাড়িয়ে গিয়েছিল।

এর পর থেকে মাঝে-মধ্যে কিছুটা বাড়লেও প্রায় প্রতিদিনই মূল্যসূচক পড়ছে দুই বাজারে। সেই সঙ্গে লেনদেনের পরিমাণ কমতে কমতে এখন তলানিতে নেমে এসেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর গত সাড়ে চার মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৮৫০ পয়েন্টের মতো কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা যাচ্ছে।

মঙ্গলবারের বাজার পরিস্থিতি

টানা তৃতীয় কর্মদিবসের মতো মঙ্গলবার সূচক কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। সপ্তাহের প্রথম দিন রবিবার গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২৫ দশমিক ১৬ পয়েন্ট কমে ৫ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছিল।

দ্বিতীয় দিন সোমবার এই সূচক ২৫ দশমিক ৬১ পয়েন্ট কমে নেমেছিল ৫ হাজার ১৭০ দশমিক ৭৯ পয়েন্টে।

তৃতীয় দিন মঙ্গলবার আরও ১ দশমিক ৪৭ পয়েন্ট কমেছে; সূচক নেমেছে ৫ হাজার ১৬৯ দশমিক ৩২ পয়েন্টে।

অন্য দুই সূচকের মধ্যে মঙ্গলবার ডিএসই শরিয়া সূচক ২ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫৮ দশমিক ৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২৩ দশমিক ০২ পয়েন্টে দাঁড়িয়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫০টির দাম বেড়েছে। কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত ছিল ৮৬টির দর।

অন্যদিকে মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৪৮৯ দশমিক ২৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

১৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৫টির দর বেড়েছে। কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ৩৬টির দর।

১৩৯ কোটি ২০ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারে লেনদেন তলানিতে নেমেছে পরবর্তী

পুঁজিবাজারে লেনদেন তলানিতে নেমেছে

কমেন্ট