কারিগরি ত্রুটিতে ডিএসইতে ১ ঘন্টা কম লেনদেন, কমেছে সূচক
সার্ভারে ত্রুটির দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৫ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
সার্ভারে কারিগরি ত্রুটির কারণে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘন্টা কম লেনদেন হয়েছে। প্রথম দিন রবিবার ডিএসইতে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পর লেনদেন চালু হয়। সকাল ১০টার পরিবর্তে বেলা সাড়ে ১১টায় লেনদেন শুরু হয়।
পরে লেনদেনের সময় আধা ঘণ্টা বাড়িয়ে দেওয়া হয়। জটিলতার কারণ খুঁজে বের করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করেছে ডিএসই।
সার্ভারে ত্রুটির দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে ৫ হাজার ১৬৫ দশমিক ১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৬ দশমিক ৯৮ পয়েন্ট কমে ১ হাজার ১৪৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯১৯ পয়েন্টে অবস্থান করছে।
রবিবার ডিএসইতে মোট ৩৯৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৭৩টির দাম বেড়েছে। কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত আছে ৫৪টির দর।
লেনদেনের পরিমাণও কমেছে। মোট ৩১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়; গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের অঙ্ক ছিল ৩১৩ কোটি ৬৫ লাখ টাকা।
রবিবার ৪৬ কোটি টাকার লেনদেন হয় ব্লক মার্কেটে। সাধারণত ১০ থেকে ২০ কোটি টাকার ঘরে শেয়ার হাতবদল হয় এ বাজারে। একক কোম্পানি হিসেবে ৩১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয় ফাইনফুডসের।
নির্ধারিত সময়ে লেনদেন শুরু না হওয়ার বিষয়ে ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়ে, ডিএসইর সেন্ট্রালাইজড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) ডিএসই ফ্লেক্সটিপিতে কনফিগারেশনজনিত সমস্যার কারণে রবিবার ট্রেডিং কার্যক্রম চালু করতে বিলম্ব ঘটে।
সমস্যাটি সমাধানের জন্য নির্ধারিত সময়ে সার্বিক লেনদেন স্থগিত রাখা হয়। ডিএসই'র আইসিটি ইঞ্জিনিয়ার এবং ফ্লেক্সট্রেডের সহায়তায় সমস্যাটি সমাধান করে সকাল ১১টা ৩০ মিনিটে লেনদন শুরু হয় এবং লেনদেন কার্যক্রম দুপুর ৩টা পর্যন্ত চলবে মর্মে সিদ্ধান্ত হয়।
যথা সময়ে ট্রেডিং কার্যক্রম চালু করতে না পারায় বিনিয়োগকারী ও বাজারে অংশগ্রহণকারীসহ সবার সাময়িক অসুবিধার জন্য ডিএসই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
নিয়ম অনুযায়ী, সাপ্তাহিক ছুটি ব্যতীত স্বাভাবিক কার্যদিবসে সকাল ১০টায় পুঁজিবাজারের লেনদেন শুরু হয়। শেষ হয় ২ টা ৩০ মিনিটে। রবিবার লেনদেন চলে ৩টা পর্যন্ত।
তবে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রবিবার স্বাভাবিক লেনদেন হয়েছে।
এদিন সিএসইর সার্বিক সিএএসপিআই ১০৩ দশমিক ৩৮ পয়েন্ট কমে ১৪ হাজার ৪৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসসিএক্স সূচক ৬১ দমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৭৯৮ পয়েন্টে। শরিয়াহ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট কমে ৯২৯ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫৯ দশমিক ০৯ পয়েন্ট কমে ১১ হাজার ৯৩৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে ১৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৩টির দর বেড়েছে। কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ১৮টির দর।
দিন শেষে সিএসইতে ১৩ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
কমেন্ট