এডিপি: ৩ মাসে দেড় লাখ কোটি টাকা খরচ কি সম্ভব
বাস্তবায়নের ধীরগতি ও অর্থ সংকটের কারণে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) কাটছাঁট করা হয়েছে। চলতি ২০২৩-২৪ অর্থবছরে সরকারের বিভিন্ন সংস্থার বরাদ্দসহ সব মিলিয়ে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি ২ লাখ টাকা।
গত ১২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় ওই এডিপি থেকে ২০ হাজার কোটি টাকার বেশি কমিয়ে ২ লাখ ৫৪ হাজার ৩৯১ কোটি ৬৪ লাখ টাকায় নামিয়ে আনা হয়।
অর্থবছরের নয় মাসে (জুলাই-মার্চ) সংশোধিত এই এডিপির (আরএডিপি) ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি ৪৫ লাখ টাকা খরচ করেছে সরকার। বাস্তবায়নের হার ৪২ দশমিক ৩০ শতাংশ।
হিসাব বলছে, সংশোধিত এডিপির পুরোটা খরচ করতে হলে অর্থবছরের বাকি তিন মাসে (এপ্রিল-জুন) ১ লাখ ৪৬ হাজার ৭৭৯ কোটি ১৯ লাখ টাকা ব্যয় করতে হবে।
দেশের বর্তমান সংকটের সময় যেটা ‘অসম্ভব’ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
এআরএইচ ডট নিউজকে তিনি বলেন, “দুই বছরের করোনা মহামারির ধাক্কা কাটতে না কাটতেই আরও দুই বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের অর্থনীতি ক্রান্তিকাল অতিক্রম করছে। রাজস্ব আদায়ে বড় ঘাটতি রয়েছে। সরকার কৃচ্ছসাধনের পথ বেছে নিয়েছে। এ অবস্থায় তিন মাসে দেড় হাজার কোটি টাকা খরচ করা খুবই কঠিন।”
“আর যদি তড়িঘড়ি করে এই টাকা ব্যয় করা হয়, প্রকল্পের কাজের মান ভালো হবে না। এ পরিস্থিতিতে দেশের বাস্তব অবস্থা বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়নে অর্থ খরচ করতে হবে। সেক্ষেত্রে এবার যদি বছর শেষে এডিপি বাস্তবায়নের হার অন্যান্য বছরের চেয়ে কমও হয়, তাতেও সমস্যা নেই।”
৯ মাসে ৪২.৩০% বাস্তবায়ন
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) মঙ্গলবার এডিপি বাস্তবায়নের যে হালনাগাদ তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, চলতি ২০২৩–২৪ অর্থবছরের প্রথম নয় মাসে অর্থাৎ জুলাই-মার্চ সময়ে সংশোধিত এডিপির ১ লাখ ৭ হাজার ৬১২ কোটি ১৯ লাখ টাকা ব্যয় হয়েছে। যা মোট বরাদ্দের ৪২ দশমিক ৩০ শতাংশ।
গত ২০২২–২৩ অর্থবছরের এই নয় মাসে খরচ হয়েছিল ৯৮ হাজার ৫২১ কোটি ৩ লাখ টাকা। শতাংশ হিসাবে যা ছিল ওই বছরের আরএডিপির ৪১ দশমিক ৬৫ শতাংশ।
এর আগের তিন বছরে (২০২১-২২, ২০২০-২১ ও ২০১৯-২০) বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৪৫ দশমিক ০৫, ৪১ দশমিক ৯২ এবং ৪৫ দশমিক ০৮ শতাংশ।
সবশেষ মার্চ মাসে সংশোধিত এডিপির ২২ হাজার ৯ কোটি ৮৬ লাখ টাকা খরচ হয়েছে। শতাংশ হিসাবে যা ৮ দশমিক ৬৫ শতাংশ।
গত বছরের মার্চে ব্যয় হয়েছিল ১৬ হাজার ৩৫১ কোটি ৭ লাখ টাকা। শতাংশ হিসাবে ওই বাস্তবায়নের হার ছিল ৬ দশমিক ৯১ শতাংশ।
প্রতি বছরই সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি তথা এডিপিতে বরাদ্দ বাড়ে। সেই অনুযায়ী খরচও বাড়ে।
সেই ধারাবাহিকতায় ২০২৩-২৪ অর্থবছরে সরকারের বিভিন্ন সংস্থার বরাদ্দসহ সব মিলিয়ে এডিপির মোট আকার ধরা হয়েছিল ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি ২ লাখ টাকা। এর মধ্যে মূল এডিপির আকার ছিল ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা।
বাকি অর্থ সরকারের বিভিন্ন সংস্থার নিজস্ব অর্থ থেকে জোগান দেওয়া হবে বলে লক্ষ্য ধরা হয়েছিল।
সবচেয়ে বেশি খরচ করেছে বিদ্যুৎ বিভাগ
আইএমইডির প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ বরাদ্দ প্রাপ্ত ১৫ মন্ত্রণালয় ও বিভাগে গড় বাস্তবায়ন হয়েছে ৪৬ দশমিক শূন্য ছয় শতাংশ।
সংশোধিত এডিপির ৭৭ দশমিক ১৯ শতাংশই বরাদ্দ আছে এসব মন্ত্রণালয় ও বিভাগের।
এর মধ্যে শতাংশ হিসাবে সবচেয়ে বেশি, ৬৩ দশমিক ৮৭ শতাংশ বাস্তবায়ন করেছে বিদ্যুৎ বিভাগ। দ্বিতীয় সর্বোচ্চ ৫৩দশমিক ৯৮ শতাংশ খরচ করেছে রেলপথ মন্ত্রণালয়। তৃতীয় সর্বোচ্চ ৫০ দশমিক ১৩ শতাংশ ব্যয় করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।
এছাড়া ৪৯ দশমিক ৯১ শতাংশ বাস্তবায়ন করেছে কৃষি মন্ত্রণালয়। ৪৬ দশমিক শূন্য তিন শতাংশ খরচ করেছে স্থানীয় সরকার বিভাগ।
৪৬ দশমিক ৫২ শতাংশ বাস্তবায়ন করেছে সেতু বিভাগ। পানি সম্পদ মন্ত্রণালয় খরচ করেছে ৩২ দশমিক ৯৯ শতাংশ; গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ৩৯ দশমিক ৯৫ শতাংশ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৪৯ দশমিক ৭৬ শতাংশ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৪৬ দশমিক ৬৮ শতাংশ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৪০ দশমিক ১৯ শতাংশ, স্বাস্থ্য সেবা বিভাগ ৩১ দশমিক ৬৭ শতাংশ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ৬৬ দশমিক ৬৮ শতাংশ, নৌপরিবহন মন্ত্রণালয় খরচ করেছে মাত্র ২২ দশমিক ৭৩ শতাংশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের খরচ হয়েছে ৩০ দশমিক ৬৮ শতাংশ।
কমেন্ট