এমআইএসটির শিক্ষার্থীরা সব ধরনের ফি দেবে ‘উপায়’ এর মাধ্যমে

এমআইএসটির শিক্ষার্থীরা সব ধরনের ফি দেবে ‘উপায়’ এর মাধ্যমে

মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলোজির (এমআইএসটি) শিক্ষার্থীরা সব ধরনের ফি মোবাইলে আর্থিক সেবা দানকারী প্রতিষ্ঠান ‘উপায়’-এর মাধ্যমে দিতে পারবেন।

‘উপায়’-এর চিফ কমার্শিয়াল অফিসার জিয়াউর রহমান এবং এমআইএসটির জিএসও-১ (আইসিটি) লেফট্যানেন্ট কর্নেল সাঈদ হোসেন সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এ সংক্রান্ত চুক্তি সই করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চুক্তির মাধ্যমে এমআইএসটির প্রায় তিন হাজার ছাত্র-ছাত্রী মাসিক টিউশন ফিসহ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ফি দিতে পারবেন। উপায় অ্যাপ অথবা ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে ফি পরিশোধ করা যাবে।

এমআইএসটির ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মু. অহিদুল ইসলাম, এসইউপি, এনডিসি, পিএসসি এবং ‘উপায়’-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এটিএম তাহমিদুজ্জামান চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন এমআইএসটির পরিচালক (গবেষণা ও উন্নয়ন) ব্রিগেডিয়ার মো. তৌহিদুল ইসলাম, পরিচালক (আইসিটি) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহিদ হোসেন, কর্নেল স্টাফ কর্নেল মুহাম্মাদ রোমিও নওরীণ খান, পিএসসি এবং উপায়-এর পক্ষে হেড অব গভার্নমেন্ট সেল্স হাসান মো. জাহিদ ও সহকারী ব্যবস্থাপক মো. হান্নান খান।

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবসিডিয়ারি  প্রতিষ্ঠান ‘উপায়’।

বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে।

‘উপায়’-এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন ক্যাশ-ইন, ক্যাশ-আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট, রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ, শিক্ষা প্রতিষ্ঠানের ফি, মোবাইল রিচার্জ ছাড়াও সেতুর টোল প্রদান, ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন।

 

বিকাশে পেমেন্টে আর্জেন্টিনায় গিয়ে খেলা দেখার সুযোগ

পরবর্তী

বিকাশে পেমেন্টে আর্জেন্টিনায় গিয়ে খেলা দেখার সুযোগ

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর