এফবিসিসিআই নির্বাচন: অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক পদে শুধু ভোট হবে

এফবিসিসিআই নির্বাচন: অ্যাসোসিয়েশন গ্রুপের ২৩ পরিচালক পদে শুধু ভোট হবে

এফবিসিসিআই ভবন। ফাইল ছবি

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নির্বাচনে পরিচালক হতে আগ্রহী ৩৬ জন প্রার্থী সরে যাওয়ায় চেম্বার গ্রুপের সবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। 

তবে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে অ্যাসোসিয়েশন গ্রুপে ২৩ পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী থাকায় এ গ্রুপে ভোট হবে, যা তফসিল অনুযায়ী ৩১ জুলাই হওয়ার কথা রয়েছে। 

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামছুল আলম বুধবার রাতে এআরএইচ ডটকমকে বলেন, শেষ মুহূর্তে চেম্বার গ্রুপ থেকে ছয়জন প্রার্থী এবং অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ৩০ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে এখন চেম্বার গ্রুপে ২৩ জন প্রার্থী এবং অ্যাসোসিয়েশন গ্রুপে ৪৩ জন প্রার্থী অবশিষ্ট আছেন। 

এফবিসিসিআইর পর্ষদে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ২৩ জন করে পরিচালক থাকেন। এর বাইরে দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে সরকার মনোনীত ৩২ জনসহ মোট ৭৮ জন ব্যবসায়ী বর্তমান পর্ষদের নেতৃত্বে রয়েছেন। 

শামসুল বলেন, “উভয় গ্রুপ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া ব্যবসায়ীরা ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন।”

এর আগে বাছাইয়ে বাদ পড়ার পর আপিল করে ২৭ জন প্রার্থীতা ফিরে পেলেও শেষ দিনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন ৩৬ জন। 

এর মধ্যে চেম্বার গ্রুপে যে ২৯ জন প্রার্থী টিকে ছিলেন সেখান থেকে সরে গেছেন ছয়জন। এর ফলে এ গ্রুপের ২৩টি পদের বিপরীতে টিকে থাকা ২৩ জনের জন্য আর ভোটের প্রয়োজন হবে না।

অপরদিকে অ্যাসোসিয়েশন গ্রুপের ৭৩ জন প্রার্থীর মধ্যে শেষ মুহূর্তে ৩০ জন প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানান নির্বাচন পরিচালনা বোর্ডের সদস্য শামছুল আলম। এ কারণে এ গ্রুপে ভোট হবে। 

তিনি বলেন, “অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচন শেষে দুই গ্রুপের বিজয়ীদের নাম একসঙ্গে ঘোষণা করা হবে।” 

আগামী ৩১ জুলাই ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের ভোটার তালিকায় চেম্বার গ্রুপে ৪৬৯ জন এবং অ্যাসোসিয়েশন গ্রুপে ১৯৯০ জন ব্যবসায়ী রয়েছেন।

ভোটের পর অ্যাসোসিয়েশন গ্রুপের নির্বাচিত ২৩ জন পরিচালক, বিনা ভোটে নির্বাচিত চেম্বার গ্রুপের ২৩ পরিচালক এবংবিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশন থেকে সরকার মনোনীত ৩২ জন পরিচালক এফবিসিসিআই  ২০২৩-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের প্রথম বৈঠক করবেন। 

সেই বৈঠকে পরিচালকরা ভোটে অথবা সমঝোতার মাধ্যমে ব্যবসায়ী এই সংগঠনটির একজন সভাপতি, একজন জ্যেষ্ঠ সহসভাপতি এবং ছয় জন সহসভাপতি নির্বাচিত করবেন। 

এদিকে এফবিসিসিআইর নির্বাচনে সভাপতি পদে চট্টগ্রামের ব্যবসায়ী মাহবুবুল আলমের নাম ঘোষণা করেছেন সংগঠনটির সাবেক সভাপতিরা। 

গত ২০ জুন  রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়। ওই ঘোষণাকে উপস্থিত ব্যবসায়ী নেতারা সমর্থন জানান। 

এই ঘোষণা থেকে ধরে নেওয়া যায়, মাহবুবুল আলমই হচ্ছেন এফবিসিসিআই’র পরবর্তী সভাপতি। কেননা, এর আগেও সাবেক সভাপতিরা বৈঠক করে যার নাম ঘোষণা করেছিলেন, তিনিই সংগঠনটির সভাপতি হয়েছিলেন। 

এছাড়া এখন পর্যন্ত সভাপতি হিসেবে মাহবুবুল আলম ছাড়া অন্য কারো নাম আলোচনায় নেই। 

‘ডেভেলপিং স্মার্ট লিডারশিপ টু ক্রিয়েট স্মার্ট ইকোনুম’ শীর্ষক ওই অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনটির সাবেক সভাপতি ও সংসদ সদস্য সফিউল ইসলাম মহিউদ্দিন এফবিসিসিআই’র সভাপতি পদে চট্টগ্রামের ব্যবসায়ী নেতা মাহবুবুল আলমের নাম এ ঘোষণা দেন। 

ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের দুই বছর মেয়াদি বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছিল ২০২১ সালের ৯ মে।

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন মাহবুব পরবর্তী

নগদের কোটি টাকার বিএমডব্লিউ জিতলেন মাহবুব

কমেন্ট