ঢাকায় অফিস চালু করল ভিসা

ঢাকায় অফিস চালু করল ভিসা

বহুজাতিক ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা ঢাকায় অফিস চালু করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক শারাফত উল্লাহ খান ও অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু। ছবি: সংগৃহীত

বহুজাতিক ডিজিটাল লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা সেবা কার্যক্রম আরও বাড়াতে ঢাকায় নতুন অফিস খুলেছে। 

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, দক্ষিণ এশিয়ায় ভিসার কৌশলগত সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকায় নতুন কার্যালয় চালু করা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ল্যান্ডস্কেপের ডিজিটাল রূপান্তর এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে নিজেদের দৃঢ় প্রতিশ্রুতিকে পুনর্ব্যক্ত করল ভিসা।

নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের পরিচালক শারাফত উল্লাহ খান ও অতিরিক্ত পরিচালক জুলিয়া চৌধুরী এবং ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু। 

ভিসা জানায়, দেশে ডিজিটাল পেমেন্টের ব্যবহার বৃদ্ধি ও এ খাতের বিকাশে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া ক্ষুদ্র উদ্যোগগুলো ডিজিটাইজ করা, ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও তাদের প্রশিক্ষণ প্রদান এবং ফিনটেক ও অন্যান্য খাতে প্রবৃদ্ধি অর্জনে ডিজিটাল পেমেন্ট সুবিধা দিতে কাজ করে যাচ্ছে তারা। 

নতুন কার্যালয় উদ্বোধন ডিজিটাল রূপান্তর ও নগদবিহীন সমাজের দিকে বাংলাদেশের যাত্রায় ভিসার প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে বলে জানিয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকায় ভিসার নতুন কার্যালয় ও পেমেন্ট বিষয়ে অভিজ্ঞ পেশাদার ব্যক্তিরা স্থানীয় ব্যাংক, ফিনটেক, সরকারি প্রতিষ্ঠানসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে কাজ করবেন। 

“এর মাধ্যমে বাংলাদেশের খাতভিত্তিক চাহিদা আরও দক্ষতার সঙ্গে পূরণ করতে পারবেন তারা। পাশাপাশি স্থানীয় মেধাবী তরুণদের মধ্য থেকে ভিসার জন্য সম্ভাবনাময় পেশাদার গড়ে তুলতেও সহায়ক হবে এই কার্যালয়।” 

আধুনিক নকশায় তৈরি এ কার্যালয়ে কর্মীদের কাজ করার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং সৃজনশীলতা বিকাশ ও প্রকাশের সুযোগ প্রদান করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামের সাথে বিশ্বব্যাপী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে ভিসা। প্রতিষ্ঠানটি ডিজিটাল পেমেন্ট সেবায় অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ধারাবাহিকভাবে উদ্ভাবনের মাধ্যমে নিজেদের বিকশিত করে যাচ্ছে। 

পাশাপাশি লেনদেনকে আরও দ্রুত, সহজ ও সুরক্ষিত করতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির ডিজিটালভাবে সংযুক্ত ও আর্থিকভাবে অন্তর্ভুক্তিমূলক বিশ্ব নিয়ে নিজেদের লক্ষ্যের প্রতিফলন হিসেবে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকায় নতুন অফিস চালু করা হয়েছে। 

ভিসার বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, “ক্রমবর্ধমান ব্যবসায়িক চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন ও বড় কার্যালয়ে আমাদের এ সম্প্রসারণ দেশের মেধাবী জনগোষ্ঠীর ওপর বিনিয়োগ এবং বাংলাদেশের প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন। প্রযুক্তি ব্যবহারে উৎসাহী জনসংখ্যা নিয়ে বাংলাদেশের মতো প্রবৃদ্ধিশীল অর্থনীতিতে আমাদের উপস্থিতি আরও জোরালো করতে পেরে আমরা আনন্দিত।”

এফবিসিসিআই: ভোট পুনর্গণনার আবেদন প্রত্যাহার তিন প্রার্থীর পরবর্তী

এফবিসিসিআই: ভোট পুনর্গণনার আবেদন প্রত্যাহার তিন প্রার্থীর

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর