তৃতীয়বারের মতো বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন
মোহাম্মদ আলী খোকন
মোহাম্মদ আলী খোকন আবার বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।
এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হলেন।
২০২৩-২৫ মেয়াদের জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে রোববার বিটিএমএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
মোহাম্মদ আলী খোকন তৃতীয়বারের মতো তাকে বিটিএমএ’র সভাপতি নির্বাচিত করায় সংগঠনটির পরিচালনা পর্ষদ ও সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।
এআরএইচ ডটকমকে তিনি বলেন, “দেড় বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও বেশ চাপের মধ্যে পড়েছে। যার প্রভাব বস্ত্র খাতেও পড়েছে। সবাইকে সঙ্গে নিয়ে এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবো।”
২০২৩-২৫ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিটিএমএ সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন।
নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবুল বাশার রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সভাপতি, তিন সহসভাপতি ও ২৩ জন পরিচালকের নাম ঘোষণা করেছেন।
সহসভাপতি নির্বাচিত হওয়া তিন জন হলেন- সুতা উৎপাদন ক্যাটাগরি থেকে ফজলুল হক, ফেব্রিকস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে ফায়েজুর রহমান ভূঁইয়া ও ডাইং-প্রিন্টিং ক্যাটাগরি থেকে সালেউদ জামান খান।
মোহাম্মদ আলী খোকন টেক্সটাইল ও গার্মেন্টস ছাড়াও প্রপার্টি ডেভেলপমেন্ট ব্যবসায় জড়িত। তার টেক্সটাইল শিল্পে রয়েছে ৩৫ বছরের অভিজ্ঞতা। তার ম্যাকসন্স স্পিনিং মিলস ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেড রপ্তানিমুখী সুতা উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান, যা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি।
মোহাম্মদ আলী খোকন ২০১৮ সালের ডিসেম্বরে ২০১৯-২০ মেয়াদের জন্য প্রথম বিটিএমএ’র নির্বাচিত হন।
২০২১ সালের এপ্রিলে ২০২২-২৩ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন।
রোববার তৃতীয়বারের মতো তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন।
কমেন্ট