তৃতীয়বারের মতো বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন

তৃতীয়বারের মতো বিটিএমএ’র সভাপতি মোহাম্মদ আলী খোকন

মোহাম্মদ আলী খোকন

মোহাম্মদ আলী খোকন আবার বস্ত্রশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হলেন।

২০২৩-২৫ মেয়াদের জন্য তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বলে রোববার বিটিএমএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

মোহাম্মদ আলী খোকন তৃতীয়বারের মতো তাকে বিটিএমএ’র সভাপতি নির্বাচিত করায় সংগঠনটির পরিচালনা পর্ষদ ও সকল সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন।

এআরএইচ ডটকমকে তিনি বলেন, “দেড় বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশের অর্থনীতিও বেশ চাপের মধ্যে পড়েছে। যার প্রভাব বস্ত্র খাতেও পড়েছে। সবাইকে সঙ্গে নিয়ে এই সংকট মোকাবিলা করতে সক্ষম হবো।”

 

২০২৩-২৫ মেয়াদের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিটিএমএ সভাপতি নির্বাচিত হয়েছেন ম্যাকসন্স গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন।

নির্বাচন কমিশনের চেয়ারম্যান আবুল বাশার রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া সভাপতি, তিন সহসভাপতি ও ২৩ জন পরিচালকের নাম ঘোষণা করেছেন।

সহসভাপতি নির্বাচিত হওয়া তিন জন হলেন- সুতা উৎপাদন ক্যাটাগরি থেকে ফজলুল হক, ফেব্রিকস ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরি থেকে ফায়েজুর রহমান ভূঁইয়া ও ডাইং-প্রিন্টিং ক্যাটাগরি থেকে সালেউদ জামান খান।

মোহাম্মদ আলী খোকন টেক্সটাইল ও গার্মেন্টস ছাড়াও প্রপার্টি ডেভেলপমেন্ট ব্যবসায় জড়িত। তার টেক্সটাইল শিল্পে রয়েছে ৩৫ বছরের অভিজ্ঞতা। তার ম্যাকসন্স স্পিনিং মিলস ও মেট্রো স্পিনিং মিলস লিমিটেড রপ্তানিমুখী সুতা উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান, যা ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানি।

মোহাম্মদ আলী খোকন ২০১৮ সালের ডিসেম্বরে ২০১৯-২০ মেয়াদের জন্য প্রথম বিটিএমএ’র নির্বাচিত হন।

২০২১ সালের এপ্রিলে ২০২২-২৩ মেয়াদের জন্য পুনর্নির্বাচিত হন।

রোববার তৃতীয়বারের মতো তিনি সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

১০ লাখ পোশাক কর্মী বেতন পাচ্ছেন বিকাশে পূর্ববর্তী

১০ লাখ পোশাক কর্মী বেতন পাচ্ছেন বিকাশে

দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদনে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে সামিট পরবর্তী

দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদনে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করবে সামিট

কমেন্ট