কামরান তানভিরুর রহমান মেট্রোপলিটন চেম্বারের নতুন সভাপতি

কামরান তানভিরুর রহমান মেট্রোপলিটন চেম্বারের নতুন সভাপতি

কামরান তানভিরুর রহমান সভাপতি, হাবিবুল্লাহ এন করিম জ্যেষ্ঠ সহসভাপতি ও সিমিন রহমান সহসভাপতি

কামরান তানভিরুর রহমান ২০২৪ সালের জন্য মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঢাকার (এমসিসিআই) সভাপতি নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে হাবিবুল্লাহ এন করিম জ্যেষ্ঠ সহসভাপতি ও সিমিন রহমান সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

গত ১৯ নভেম্বর এমসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় দেশের পুরনো এই ব্যবসায়ী সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন নির্বাচিত করা হয়েছে; যা বৃহস্পতিবার সংগঠনের ১১৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

নতুন সভাপতি কামরান তানভিরুর রহমান পাট ও চা খাতের একজন উদ্যোক্তা। তিনি পূবালী জুট মিলস এবং কাপনা টি কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। তিনি এর আগে ২০২২ ও ২০২৩ সালে এমসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি এবং ২০১৩ সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

জ্যেষ্ঠ সহসভাপতি পদে নির্বাচিত হাবিবুল্লাহ এন করিম টেকনোহেভেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ২০০২-০৩ ও ২০০৮-০৯ সালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি ছিলেন। এ ছাড়া ২০১৯-২১ সালে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের (বিইএফ) সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

সহসভাপতি সিমিন রহমান ট্রান্সকম লিমিটেডের গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি ট্রান্সকম গ্রুপের আওতাধীন সব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য এবং পরিচালনা ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমসিসিআইয়ের নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা হলেন মডার্ন ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তারেক মো. আলী, শেলটেক লিমিটেডের এমডি তানভির আহমেদ, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয়, স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী, অ্যাগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানির পরিচালক উজমা চৌধুরী, অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের এমডি আরিফ দৌলা, পিকার্ড বাংলাদেশের এমডি সায়ফুল ইসলাম, সাতগাঁও টি এস্টেটের ম্যানেজিং পার্টনার আরদাশীর কবির, ডব্লিউ অ্যান্ড ডব্লিউ গ্রেইনস করপোরেশনের পরিচালক আনিস এ খান, রহমান রহমান হকের সিনিয়র পার্টনার আদিব হোসেন খান, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান গোলাম মাইনুদ্দিন এবং এম জে আবেদিন অ্যান্ড কোম্পানির অংশীদার হাসান মাহমুদ।

অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির পূর্ববর্তী

অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির

বিনিয়োগ আনতে রাতে সৌদি আরব যাচ্ছে ৬১ সদস্যের ব্যবসায়ী দল পরবর্তী

বিনিয়োগ আনতে রাতে সৌদি আরব যাচ্ছে ৬১ সদস্যের ব্যবসায়ী দল

কমেন্ট