সেরা ভ্যাটদাতার পুরস্কার পেল ৯ প্রতিষ্ঠান

সেরা ভ্যাটদাতার পুরস্কার পেল ৯ প্রতিষ্ঠান

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর সেরা ভ্যাটদাতার সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

প্রতিবারের মতো এবারও সেরা ভ্যাটদাতার পুরস্কার দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবার দেশসেরা ভ্যাটদাতার পুরস্কার পেয়েছে মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ, নগদসহ নয় প্রতিষ্ঠান।

পুরস্কার পাওয়ার তালিকায় উৎপাদন খাতে আছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

ব্যবসায় শ্রেণিতে আছে গাজীপুরের ওয়ালটন প্লাজা, গুলশানের ইউনিমার্ট লিমিটেড ও হ্যামকো করপোরেশন লিমিটেড। আর সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো—বিকাশ লিমিটেড, তেজগাঁওয়ের ব্র্যাক-আড়ং ও নগদ লিমিটেড।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ও অন্য অতিথিরা পুরস্কার পাওয়া শীর্ষ নির্বাহীদের হাতে সম্মাননার ক্রেস্ট তুলে দেন।

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, আড়ংয়ের প্রধান পরিচালন কর্মকর্তা আশরাফুল আলম, নগদের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হারুন আল রশীদ, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান এম মোসাদ্দেক হোসেন, জেনারেল ফার্মাসিউটিক্যালসের উপব্যবস্থাপনা পরিচালক সাকিবুল হক, ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক মো. রায়হান, ইউনিমার্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মুর্তজা জামান ও হ্যামকো করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ আহমেদ তালুকদার নিজ নিজ পক্ষে সম্মাননার ক্রেস্ট গ্রহণ করেন।

প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে এই নয় প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হয়।

কয়েক বছর ধরে সেরা ভ্যাটদাতার সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ।

২০২১-২২ অর্থবছরে সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী হিসেবে এসব প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন), ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান, নিয়মিত ভ্যাট আদায় করে সরকারি কোষাগারে জমাদানের মতো বৈশিষ্ট্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়ার জন্য বিবেচনা করা হয়।

অনুষ্ঠানে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম, বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ, অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার, এনবিআর সদস্য (ভ্যাট নীতি) জাকিয়া সুলতানাসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির পরবর্তী

অর্থনীতির স্বার্থে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এফবিসিসিআই সভাপতির

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর