বিজিএমইএ ক্যারিয়ার সামিটে চাকরিপ্রার্থী-চাকরিদাতাদের মিলনমেলা
গ্র্যাজুয়েটদের পোশাক শিল্পের সাথে সংযুক্ত করতে প্রথমবারের মতো এই সামিট এবং ফেস্টের আয়োজন করেছে বিজিএমইএ। ছবি: এআরএইচ ডট নিউজ
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ আয়োজিত ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্ট চাকরিপ্রার্থী এবং চাকরিদাতাদের মিলনমেলায় পরিণত হয়েছে।
ফেস্টে ঘুরে দেখা যায়, প্রত্যাশার চেয়েও বেশি ভিড়; চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বিজিএমইএ-এর সদস্যদের মধ্যে ফেস্টে অংশগ্রহণকারী দেশের প্রথম সারির টেক্সিটাইল প্রতিষ্ঠানগুলোর স্টলে চাকরিপ্রার্থীদের সিভি জমা দেওয়ার হিড়িক পড়ে গেছে।
গ্র্যাজুয়েটদের পোশাক শিল্পের সাথে সংযুক্ত করতে প্রথমবারের মতো এই সামিট এবং ফেস্টের আয়োজন করেছে বিজিএমইএ।
শনিবার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এর উদ্বোধন করেন। বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এর সহযোগিতায় দুই দিনব্যাপী এই ইভেন্টটি রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিইউএফটি-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর এস.এম. মাহফুজুর রহমান, বিজিএমইএ এর পরিচালক আসিফ আশরাফ, জি-স্টার রো- এর রিজিওনাল অপারেশনস ম্যানেজার শফিউর রহমান এবং ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজিস্টস-এর সভাপতি শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম ও পরিচালক নীলা হোসনে আরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএ এর পরিচালক আবদুল্লাহ হিল রাকিব।
ক্যারিয়ার সামিট অ্যান্ড ফেস্টে ১০০টিরও বেশি শীর্ষস্থানীয় তৈরি পোশাক কোম্পানি অংশগ্রহণ করছে।
বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইলস এবং শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট এবং শিক্ষার্থীরা গার্মেন্টস কোম্পানিগুলোর দেওয়া সুযোগগুলো অন্বেষণ করতে ইভেন্টটি পরিদর্শন করেন।
সম্মেলনে কয়েকটি অধিবেশনে শিল্প বিশেষজ্ঞরা পোশাক শিল্পে ক্যারিয়ারের সম্ভাবনা এবং গ্র্যাজুয়েটরা কিভাবে এই খাতে তাদের ক্যারিয়ার গড়তে পারে, সে সম্পর্কে মূল্যবান দিক-নির্দেশনা ও পরামর্শও দেন।
এই ক্যারিয়ার সামিটে অংশ নিয়েছে দেশের স্বনামধন্য টেক্সটাইল প্রতিষ্ঠান হ্যামস গ্রুপ। হ্যামস গ্রুপের চারটি অঙ্গপ্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড, হ্যামস ফ্যাশনস লিমিটেড, ভিক্টোরিয়া ইন্টিমেট লিমিটেড, ঢাকা গার্মেন্টস অ্যান্ড ওয়াশকে নিয়ে হ্যামস গ্রুপের স্টলে আছেন হ্যামস গ্রুপের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার শফিকুর রহমান চৌধুরি এবং সার্বিক কর্মকাণ্ড পরিচালনায় করছেন তার ভাই ইঞ্জিনিয়ার সাইফুর রহমান চৌধুরি।
চাকরিপ্রার্থীদের হ্যামসের স্টলে সিভি জমা দিতে দেখা যায়। হ্যামসের প্রধান মানবসম্পদ কর্মকর্তা মাহফুজুর রহমান এআরএইচ ডট নিউজকেজ বলেন, “চাকরিপ্রার্থীদের জন্য এখানে আমাদের চারটি অঙ্গপ্রতিষ্ঠানের যেসব পদে মানব সম্পদ প্রয়োজন। সেসব পদে অন দ্যা স্পট ইন্টারভিউয়ের মাধ্যমে জয়েন করার সুযোগ রয়েছে।”
হ্যামসের প্রধান মার্কেটিং কর্মকর্তা শামসুল হক রিপন বলেন, “নতুন বছর ২০২৪ সালকে সামনে রেখে হ্যামস গ্রুপ সুদূরপ্রসারী পরিকল্পনা হাতে নিয়েছে। যেখানে ২০০ মিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষমাত্রা কিভাবে অর্জন করা যায় সে লক্ষ্যে সুদক্ষ কর্মী সমাবেশ এবং আন্তর্জাতিক বাজারে কর্মসংস্থান সৃষ্টি ও বাংলাদেশের মেধাবীদের দেশে বিদেশে কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে যাতে তারা মেধা বিকাশের সুযোগ পায় সে লক্ষ্যে হ্যামস একটি দক্ষ মানবসম্পদ পুনর্গঠন ব্যবস্থাপনার কর্মকাণ্ড হাতে নিয়েছে।”
“সেই সঙ্গে সাস্টেনিবিলিটির বিষয়গুলোকে সঙ্গী করে হ্যামস গ্রুপ যাতে বিশ্ববাজারে বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত ও প্রণিধানযোগ্য প্রতিষ্ঠান হিসেবে রপ্তানি সমুন্নত রাখতে পারে সেই লক্ষ্যে মার্কেটিং ও অপারেশন্স বিভাগ যৌথভাবে কাজ করছে।”
“হ্যামসের প্রধান অফিস এবং প্রতিটি অঙ্গপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় প্রচুর কর্মী প্রয়োজন। তাই বাংলাদেশের দক্ষ ও মেধাবি চাকরিপ্রার্থীরা সহজেই হ্যামসে কাজ করার এই সুযোগটি গ্রহণ করতে পারেন।”
দেশে যেখানে চাকরির প্রচুর অভাব সেখানে বিজিএমইএ-এর এরকম একটি ক্যারিয়ার সামিট ফেস্ট চাকরিপ্রার্থীদের জন্য একটি অপূর্ব সুযোগ, যেখানে হ্যামসের মত বাংলাদেশের প্রথম সারির টেক্সটাইল প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।
আয়োজকরা আশা করছেন এই ক্যারিয়ার সামিট থেকে চাকরীপ্রার্থী এবং প্রতিষ্ঠানগুলো দুপক্ষই নিজেদের কাঙ্ক্ষিত চাকরি এবং মানবসম্পদ গ্রহণ করতে পারবে।
কমেন্ট