ভোটে জেতায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে এমসিসিআই

ভোটে জেতায় আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে এমসিসিআই

এক বিবৃতিতে এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বলেন, এই বড় বিজয় বাংলাদেশের জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচনে জনগণ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বর্ণিত অঙ্গীকারের প্রতি আস্থা রেখেছে।

টানা চতুর্থবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে রাজধানী ঢাকার ব্যবসায়ী শিল্পতিদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই)।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমসিসিআই সভাপতি কামরান টি রহমান বলেন, এই বড় বিজয় বাংলাদেশের জনগণের আশা–আকাঙ্ক্ষার প্রতিফলন। নির্বাচনে জনগণ আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে বর্ণিত অঙ্গীকারের প্রতি আস্থা রেখেছে।

বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশ অবকাঠামোগত উন্নয়ন ও অর্থনৈতিক খাতে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে। আগামী মেয়াদে দেশকে আরও এগিয়ে নিতে আওয়ামী লীগ স্বচ্ছতা, সুশাসন ও কর্মসংস্থান সৃষ্টি; জনপ্রশাসনে জবাবদিহি বৃদ্ধি এবং আরও স্থিতিশীল পরিবেশ তৈরির অঙ্গীকার করেছে।

একই সঙ্গে দেশে–বিদেশে ব্যবসার উন্নতি ও সম্প্রসারণের জন্য নীতি সহায়তা দেওয়ার ওপর জোর দিয়েছে। আওয়ামী লীগের এসব অঙ্গীকারের প্রতি জনগণ আস্থা ও বিশ্বাস রেখেছে।

টানা চতুর্থ মেয়াদে যাত্রা শুরুর পথে সরকারকে শুভেচ্ছা জানিয়ে এ যাত্রায় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থনের কথা জানিয়েছেন এমসিসিআই সভাপতি কামরান টি রহমান।

তিনি বলেন, “আমরা আশা করছি যে নতুন সরকার দেশকে আরও উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’

বিজিএমইএ ক্যারিয়ার সামিটে চাকরিপ্রার্থী-চাকরিদাতাদের মিলনমেলা পরবর্তী

বিজিএমইএ ক্যারিয়ার সামিটে চাকরিপ্রার্থী-চাকরিদাতাদের মিলনমেলা

কমেন্ট