যাত্রা শুরু করল সাকিব আল হাসানের ব্র্যান্ড ‘এসএএইচ ৭৫’
তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবং স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে পরিধেয় সামগ্রীর ব্র্যান্ড ‘এসএএইচ ৭৫’ যাত্রা শুরু করেছে। ছবি: সংগৃহীত
ক্রিকেট ক্যারিয়ারের শুরু থেকেই ৭৫ নম্বর জার্সি পড়েন সাকিব আল হাসান। দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের পথচলায় '৭৫' নম্বরটাকে রীতিমতো ব্র্যান্ডে পরিণত করেছেন এই অলরাউন্ডার। আন্তর্জাতিক ক্রিকেটে এখন অনেক তরুণ অলরাউন্ডারকেই এই নম্বর ব্যবহার করতে দেখা যায়।
আর এই ‘৭৫’ নম্বরটাকে ব্র্যান্ডে পরিণত করে যাত্রা শুরু করল সাকিব আল হাসানের ব্র্যান্ড ‘এসএএইচ ৭৫’।
তারকা ক্রিকেটার ও সংসদ সদস্য সাকিব আল হাসান এবং স্টেপ ফুটওয়্যারের যৌথ উদ্যোগে পরিধেয় সামগ্রীর ব্র্যান্ড ‘এসএএইচ ৭৫’ যাত্রা শুরু করেছে। এই ব্র্যান্ডের বিভিন্ন পরিধেয় সামগ্রী উৎপাদন, বিপণন ও বাজারজাত করবে স্টেপ ফুটওয়্যার। এসব পণ্য মিলবে সারা দেশে থাকা স্টেপ ফুটওয়্যারের ৯৫টি শোরুমে।
রবিবার রাজধানীর গুলশানে আমরি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই ব্র্যান্ডের পথচলা ঘোষণা করেন সাকিব আল হাসান ও স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির।
অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, “আমি এক বছর ধরে এই ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি। এই ব্র্যান্ড বড় করতে আপনাদের সহায়তা প্রয়োজন। আপনাদের ভালো পরামর্শ এই ব্র্যান্ডের পণ্যের মানোন্নয়নে কাজে লাগবে।”
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাকিব আল হাসান বলেন, “আমার সব ধরনের ব্যবসা ভালো লাগে। মাছের ব্যবসা আমাকে অনেক টানে। খেলাধুলা যেহেতু আমার কাজের জায়গা, তাই স্টেপের সঙ্গে যাত্রা শুরু হলো।”
অন্য এক প্রশ্নের জবাবে সাকিব বলেন, “বেশি টাকা দিয়ে বিদেশি পণ্য, কম টাকা দিয়ে দেশি পণ্য—এই ধ্যানধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এসএএইচ ৭৫-এর পণ্য হবে প্রিমিয়াম মানের। তাই দাম একটু বেশি হতে পারে।”
স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, “সাকিব আল হাসান বাংলাদেশের আস্থার জায়গা। তিনি কথা প্রসঙ্গে একবার প্রশ্ন তুললেন, দেশে কেন ভালো খেলার জুতা তৈরি হয় না। কেন খেলার ভালো পরিধেয় সামগ্রী দেশে নেই। সেই জায়গা থেকে আজকের এই পথচলার শুরু।”
“এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে শুরু হয়নি। এই ব্র্যান্ড বাঁচিয়ে রাখতে গুণগত মানের পণ্য দিতে হবে। আমরা সেই বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ। এই ব্র্যান্ড নিয়ে আমরা অনেক দূর যেতে চাই, দেশের পাশাপাশি বিশ্ববাজারে ছড়িয়ে দিতে চাই।”
অনুষ্ঠানে জানানো হয়, স্টেপ ফুটওয়্যার নিজেরা এই ব্র্যান্ডের অধীনে কিছু জুতা উৎপাদন করবে। বাকি পণ্য দেশ ও বিদেশ থেকে সংগ্রহ করা হবে। এরপর পণ্যগুলো বিক্রি করা হবে স্টেপের শোরুম থেকে। জুতা, স্যান্ডেল, বুট, ব্যাট, প্যাড, ক্রীড়ার পোশাক ও পরিধেয় নানা সামগ্রী মিলবে এই ব্র্যান্ডের শোরুমে।
কিছুদিন আগে বন্ধ হয়ে যাওয়া বেলি কেডসের একটি উদ্যোগ হিসেবে স্টেপ ফুটওয়্যারের প্রতিষ্ঠা হয়েছিল। বেলি কেডসের দুজন উদ্যোক্তাদের একজন ছিলেন আবদুস সাত্তার। তিনি এখন স্টেপ ব্র্যান্ডের জুতা উৎপাদন করছেন।
পাশাপাশি ভ্রমণ ট্রলিও তৈরি করছেন। প্রতিষ্ঠানটির কারখানা নরসিংদীতে। এখন ব্যবসার বেশির ভাগ সামলাচ্ছেন তার ছেলে শামীম কবির। জুতার পাশাপাশি তাদের আরেক প্রতিষ্ঠান গ্রেট লাগেজ অ্যান্ড লেদার গুডস তৈরি করে ভ্রমণের ব্যাগ ও ট্রলি। বিদেশি ব্র্যান্ডগুলোর আদেশের বিপরীতে রপ্তানিও করে। পাশাপাশি স্থানীয় বাজারেও বিক্রি হচ্ছে এই ট্রলি ব্যাগ।
কমেন্ট