গুলশানে অফিস নিচ্ছে এফবিসিসিআই

গুলশানে অফিস নিচ্ছে এফবিসিসিআই

ব্যবসায়ীদের সুবিধার জন্য ঢাকার গুলশানে পৃথক একটি কার্যালয় করছে দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। এজন্য সেখানে ৪ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাটের বুকিং দেওয়ার কথা জানিয়েছেন সংগঠনের সভাপতি জসিম উদ্দিন। 

শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এফবিসিসিআই মেম্বারস নাইট ২০২৩ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

সংগঠনটির ওয়েবসাইটেও সংস্কারের পর পরিবতর্ন আনার কথা জানান তিনি। এখন থেকে এফবিসিসিআই ওয়েবসাইটে থাকা ব্যবসায়ীদের তথ্য তারা নিজেরাই সংশোধন ও হালনাগাদ করতে পারবেন। নবরূপে সাইটি উদ্বোধন করা হয় এদিন। 

গুলশানে নতুন কার্যালয় করার বিষয়ে জসিম উদ্দিন বলেন, এটি করা হলে ব্যবসায়ীদের সাংগঠনিক যোগাযোগ আরও সহজ হবে। ঢাকা সফরকারী বিদেশি প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গে সভা ও দ্বিপক্ষীয় বৈঠকের ক্ষেত্রেও তা ভূমিকা রাখবে। 

আধুনিক সুযোগ সুবিধাসহ এ কার্যালয়ে একটি লাউঞ্জ থাকবে যেখানে ব্যবসায়ীরা বৈঠক করতে পারবেন বলে তিনি জানান। 

বর্তমানে এফবিসিসিআইয়ের প্রধান কার্যালয় মতিঝিলে এফবিসিসিআই ভবনে। ওই ভবনের অদূরে হাটখোলাতেও আরেকটি ভবন নির্মাণাধীন রয়েছে। 

জসিম জানান, পূর্বাচলে ১০ কাঠার প্লট রয়েছে সংগঠনের। সেটির আয়তন বাড়ানোর চেষ্টা চলছে। আরও জায়গা পাওয়া গেলে সেখানে এফবিসিসিআই টাওয়ার নির্মাণ করা হবে, যা ট্রেড সেন্টার হিসেবে গড়ে তোলা হবে। 

বার্ষিক এ আয়োজনে এফবিসিসিআই সভাপতি জসিম উন্নত বিশ্বের অর্থনীতির দেশে পরিণত হতে আরও দেশি-বিদেশি বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা তুল ধরে বক্তব্য দেন। 

তিনি বলনে, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত বিশ্বে পৌঁছানোর পরিকল্পনা নিয়েছে। এ লক্ষ্য অর্জনে অন্যান্যের সঙ্গে বিশ্বব্যপী জলবায়ুগত পরিবর্তনে যে ঝুঁকি তৈরি হচ্ছে, তার প্রভাব বাংলাদেশেও পড়ছে। 

"জলবায়ুর এ পরিবর্তন মোকাবেলায় বিনিয়োগ করার সময় হয়েছে। প্রযুক্তি খাতে বিনিয়োগ জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমিয়ে আনতে পারে। এ খাতে বিনিয়োগ করার প্রস্তুতি নিতে হবে ব্যবসায়ীদের।" 

এসময় তিনি ক্ষুদ্র ও হালকা শিল্পের বিকাশের প্রয়োজনের কথাও তুলে ধরেন। তিনি রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার কথাও বলেন। 

অনুষ্ঠানে সংগঠনের সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সংসদ সদস্য সালমা ইসলাম বক্তব্য দেন। 

সদস্যদের এ মিলনমেলায় সংগীত পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা।

বাংলাদেশে কেন কমছে না মূল্যস্ফীতি পরবর্তী

বাংলাদেশে কেন কমছে না মূল্যস্ফীতি

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর