দেশের প্রথম নারী সিজিএ হলেন ফাহমিদা ইসলাম

দেশের প্রথম নারী সিজিএ হলেন ফাহমিদা ইসলাম

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার ফাহমিদা ইসলামকে সিজিএ পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তিনি আগের সিজিএ নুরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।

নতুন হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন ফাহমিদা ইসলাম। তিনি এত দিন বাংলাদেশের উপ–মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বুধবার ফাহমিদা ইসলামকে সিজিএ পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তিনি আগের সিজিএ নুরুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন। 

আগের সিজিএ নুরুল ইসলামকে ১৩ জুলাই বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি। বুধবার তাকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এরপরই সিজিএ পদটি ফাঁকা হয়। 

সদ্য বিদায়ী সিএজি মোহাম্মদ মুসলিম চৌধুরী ১৭ জুলাই অবসরে গেলে পরদিন থেকে ভারপ্রাপ্ত সিএজিরও দায়িত্ব পালন করে আসছিলেন বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারের নবম ব্যাচের কর্মকর্তা ফাহমিদা ইসলাম। 

এর আগে তিনি ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমির (ফিমা) মহাপরিচালক ছিলেন। ১৯৯১ সালে বিসিএস নিরীক্ষা ও হিসাব ক্যাডারে নিয়োগ পাওয়া ফাহমিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

তিনি ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর ফেনী জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্বামী এখলাছুর রহমান অর্থ বিভাগের সাবেক অতিরিক্ত সচিব। 

স্বাধীনতার আগে ১৯৭০ সালে প্রথম নারী অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) ছিলেন সেলিমা আর আহমেদ। তবে স্বাধীনতার পর ফাহমিদা ইসলামই প্রথম নারী সিজিএ। ১৯৮৬ সালে এজি পদটিকেই সিজিএ করা হয় এবং ২০১৪ সালে পদটিকে করা হয় গ্রেড-১।

১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ পরবর্তী

১ আগস্ট থেকে খোলা সয়াবিন তেল বিক্রি নিষিদ্ধ

কমেন্ট