রামপুরা-ডেমরা এক্সপ্রেসওয়ের জন্য ২৬ কোটি ডলার যোগাড় করে দিচ্ছে এডিবি
এ প্রকল্পের কাঠামো পরিকল্পনা, অর্থায়নের আলোচনা, দরপত্র নিষ্পত্তি এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ সরকারকে পরামর্শ সহায়তা দিচ্ছে এডিবি।
সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় রামপুরা থেকে আমুলিয়া হয়ে ডেমরা পর্যন্ত ১৩.৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জন্য ২৬ কোটি ১০ লাখ ডলারের মূলধন সংগ্রহ করে দিয়েছে ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
বর্তমান বিনিময় হার হিসাবে (প্রতি ডলার ১০৯ টাকা ৫০ পয়সা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ২ হাজার ৮৫৮ কোটি টাকা।
এর মধ্যে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, ব্যাংক অফ চায়না, ডিবিএস ব্যাংক লিমিটেড, এবং বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ১৯ কোটি ৩০ লাখ ডলার ঋণ হিসেবে দিচ্ছে।
বাকি ৬ কোটি ৮০ লাখ ডলার ইক্যুইটি হিসেবে উদ্যোক্তাদের মাধ্যমে আসবে।
এ প্রকল্পের কাঠামো পরিকল্পনা, অর্থায়নের আলোচনা, দরপত্র নিষ্পত্তি এবং আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশ সরকারকে পরামর্শ সহায়তা দিচ্ছে এডিবি।
বৃহস্পতিবার এডিবি ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এডিবি অফিস অব মার্কেটস ডেভেলপমেন্ট ও পিপিপির প্রধান ক্লেও কাওয়াওয়াকি বিজ্ঞপ্তিতে বলেন, “আমরা এই এক্সপ্রেসওয়ের নকশা করা, নির্মাণ, অর্থায়ন, পরিচালন ও রক্ষণাবেক্ষণের জন্য বেসরকারি খাতের বিনিয়োগ আকর্ষণ, অংশীদার সংগ্রহে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করেছি।”
চার লেইনের এই এক্সপ্রেসওয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, সিলেটসহ বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ-পূর্ব জেলাগুলোর যোগাযোগ উন্নত করার পাশাপাশি যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ করে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় এই সড়কটি নির্মাণ করবে কনসোর্টিয়াম অব চায়না কমিউনিকেশনস কন্সট্রাকশন কম্পানি লিমিটেড (সিসিসিসিএল) এবং চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন (সিআরবিসি)। তারাই এর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে।
এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে দিতে হবে টোল। ২০২৬ সালে শেষ হবে প্রকল্পের কাজ। এক্সপ্রেসওয়ের ৯.৫০ কিলোমিটার হবে উড়াল পথ।
রামপুরা-আমুলিয়া-ডেমরা মহাসড়কটি পিপিপি ভিত্তিতে চার লেনে উন্নীতকরণের জন্য ২০১৫ সালে প্রস্তাব তৈরি করা হয়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের পাঠানো এই প্রস্তাবে ২০১৬ সালের ২৭ জানুয়ারি সম্মতি দেয় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
ইডকল দেবে দুই কোটি ডলার
রামপুরা আমুলিয়া ডেমরা এক্সপ্রেসওয়ের জন্য নির্মাণে ঢাকা আরএডি এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডকে (ডিআরইইসিএল) দুই কোটি ডলার দীর্ঘমেয়াদি ঋণ দিচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল)।
সম্প্রতি চীনের বেইজিংয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) সদর দপ্তরে এ-সংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডিআরইইসিএলের ব্যবস্থাপনা পরিচালক ইয়াং মেং ও ইডকলের ডেপুটি সিইও এস এম মনিরুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
কমেন্ট