রিটার্ন জমা দেওয়া যাবে যেকোনও সময়: এনবিআর

রিটার্ন জমা দেওয়া যাবে যেকোনও সময়: এনবিআর

ফাইল ছবি

অর্থবছরের যেকোনও সময় করদাতারা আয়কর বিবরণী দাখিল করতে পারবেন বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। 

তবে ৩০ নভেম্বর কর দিবসের পর আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিলে করদাতারা স্বাভাবিক সময়ে কর অব্যহতিসহ যেসব সুবিধা পান, তা আর পাবেন না বলে এক ব্যাখ্যায় জানিয়েছে সরকারের প্রধান রাজস্ব আহরণকারী সংস্থাটি। 

রোববার একটি দৈনিকের রিটার্ন জমা দেওয়া সংক্রান্ত এক প্রতিবেদনের প্রক্ষিতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আয়কর আইন, ২০২৩ অনুযায়ী যেকোনো করদাতা যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন। ধারা ১৭১ অনুযায়ী প্রত্যেক করদাতাকে করদিবসের (৩০ নভেম্বরের) মধ্যে বা এর পূর্বে রিটার্ন দাখিলের বিধান রয়েছে এবং এক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধের বিধান রয়েছে। 

“তবে কোনো করদাতা করদিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হলে তিনি করদিবস পরবর্তী যেকোনো সময়ে রিটার্ন দাখিল করতে পারবেন এবং ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে পারবেন।” 

গত ১২ আগস্ট প্রথম আলোর অনলাইন সংস্করণে প্রকাশিত ‘রিটার্ন জমা বন্ধ ৩০ নভেম্বরের পর, আয়কর আইনে আরও যেসব কঠোর বিধান’ এবং ১৩ আগস্ট ছাপা পত্রিকার ১২ পৃষ্ঠায় প্রকাশিত ‘রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদনের সুযোগ নেই’ শীর্ষক প্রতিবেদনের বিষয়ে রোববার এনবিআরের পক্ষ থেকে একটি ব্যাখ্যা দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। 

সেখানে বলা হয়েছে, “যেকোনো করদাতা যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন।” 

প্রকাশিত সংবাদের একটি অংশে বলা হয়, “আগামী ৩০ নভেম্বরের পরে আপনি চাইলেও আয়কর বিবরণী বা রিটার্ন দিতে পারবেন না।” 

এ বিষয়ে এনবিআর বলেছে, আয়কর আইন, ২০২৩–এ এ ধরনের কোনো প্রকার বিধানের অস্তিত্ব নেই। 

চলতি বছরে পাস হওয়া নতুন এ আয়কর আইনের এই ধারায় বলা আছে, কর দিবসের মধ্যে বা ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করলে করদাতা যেসব কর অব্যাহতির সুযোগ পেয়ে থাকেন- কর দিবসের পরে দিলে সেই অব্যাহতি পাবেন না। 

আগে ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন জমা না দেওয়া গেলে একজন করদাতা আবেদনের মাধ্যমে ধাপে ধাপে সময় বাড়িয়ে নিতে পারতেন। এজন্য ফি ও জরিমানা দেওয়ার বিধান ছিল। নতুন আইনে সময় বাড়ানোর বিষয়টি রাখা হয়নি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, “আয়কর আইন, ২০২৩ এ রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির কোনো বিধান রাখা হয়নি। কেননা করদাতারা এখন যেকোনো সময় রিটার্ন দাখিল করতে পারবেন। 

“করদিবসের মধ্যে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৩ অনুযায়ী কর পরিশোধ করতে হবে এবং কর দিবস পরবর্তী সময়ে রিটার্ন দাখিলের ক্ষেত্রে ধারা ১৭৪ অনুযায়ী কর পরিশোধ করতে হবে।” 

এতে আরও বলা হয়েছে, করদাতা এখন যেকোনো বছরের রিটার্ন যেকোনো সময় দাখিল করতে পারবেন এবং তা স্বনির্ধারণী পদ্ধতিতে দেওয়া যাবে। এতে আইনগত কোনো প্রকার বাধা নেই।

অপেক্ষার পালা শেষ, ১৭ আগস্ট উদ্বোধন সর্বজনীন পেনশন স্কিম পরবর্তী

অপেক্ষার পালা শেষ, ১৭ আগস্ট উদ্বোধন সর্বজনীন পেনশন স্কিম

কমেন্ট