সর্বজনীন পেনশন: সব এফএমএসে সার্ভিস চাজ এক, হাজারে ৭ টাকা

সর্বজনীন পেনশন: সব এফএমএসে সার্ভিস চাজ এক, হাজারে ৭ টাকা

এফএমএসে চাঁদা দিলে কিস্তির টাকার সঙ্গে সার্ভিস চার্জ দিতে হবে শতকরা ৭০ পয়সা। অর্থাৎ কেউ স্কিমের এক হাজার টাকা জমা দিলে তাকে চার্জ দিতে হবে ৭ টাকা। বিকাশ, নগদ, রকেট, উপায়সহ সব এফএমএস প্রতিষ্ঠানকে এই একই সার্ভিস চার্জ নিতে হবে। কেউ এর বেশি নিতে পারবে না।

দেশের সব নাগরিকদের পেনশনব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি বা স্কিম চালু করছে সরকার। গত ১৭ আগস্ট বহুল প্রতীক্ষিত এ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনের পর থেকেই সর্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত হয়েছে সবার জন্য। মোটমুটি ভালোই সাড়া পাওয়া যাচ্ছে।

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। তবে চাঁদাদাতা মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন। তবে এ ক্ষেত্রে চাঁদাদাতার ৭৫ বছর বয়স পর্যন্ত হতে যত বছর বাকি থাকত, সেই সময় পর্যন্ত নমিনি পেনশন উত্তোলন করতে পারবেন। 

সর্বজনীন পেনশনের আওতায় আপাতত চার ধরনের স্কিম চালু করা হয়েছে। এর মধ্যে প্রবাসীদের জন্য ‘প্রবাস’ স্কিম, বেসরকারি চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’ স্কিম, অনানুষ্ঠানিক খাত অর্থাৎ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য ‘সুরক্ষা’ স্কিম আর নিম্ন আয়ের মানুষের জন্য ‘সমতা’ স্কিম।

এই সব স্ক্রিমের মাসিক কিস্তি বা চাঁদা রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের পাশাপাশি মোবাইলে আর্থিক সেবার কোম্পানি বা এমএফএসের মাধ্যমেও দেওয়া যাচ্ছে। এফএমএসে চাঁদা দিলে কিস্তির টাকার সঙ্গে সার্ভিস চার্জ দিতে হবে শতকরা ৭০ পয়সা। অর্থাৎ কেউ স্কিমের এক হাজার টাকা জমা দিলে তাকে চার্জ দিতে হবে ৭ টাকা।

বিকাশ, নগদ, রকেট, উপায়সহ সব এফএমএস প্রতিষ্ঠানকে এই একই সার্ভিস চার্জ নিতে হবে। কেউ এর বেশি নিতে পারবে না।

সোমবার বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে এই নির্দেশ দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায় এ সার্কুলার জারি করে দেশের সব এমএফএস প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরকের কাছে সার্কুলারটি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে গত ১৬ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ একটি পরিপত্র জারি করে সর্বজনীন পেনশন কর্মসূচি চালুর জন্য এমএফএস প্রতিষ্ঠানের অভিন্ন সার্ভিস চার্জ নির্ধারণ করে।

এতে বলা হয়, সর্বজনীন পেনশন অনলাইনে রেজিস্ট্রেশন করে যে কোনো একটি পেনশন স্কিমে যুক্ত হতে পারবেন। ইতোমধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সরকারের অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ মোবাইলে বিতরণের জন্য অভিন্ন ক্যাশ আউট চার্জ শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণ করা আছে।

সর্বজনীন পেনশন স্কিম সরকারের সামাজিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে এই সেবার চার্জও শূন্য দশমিক ৭ শতাংশ হবে।

অনলাইনে রেজিস্ট্রেশনের পর এমএফএসের মাধ্যমে পার্সন টু গভর্নমেন্ট (পি টু জি) পদ্ধতিতে পেনশন হিসাবে টাকা জমা দেওয়া যাবে। মোবাইলে আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এসএমএস দিয়ে জমার বিষয়টি নিশ্চিত করবে।

মাসিক চাঁদা ধরা হয়েছে সর্বনিম্ন ৫০০ টাকা আর সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। তবে কর্মসূচি পরিবর্তন এবং চাঁদার পরিমাণ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

সর্বজনীন স্ক্রিম সফলভাবে বাস্তবায়নে ইতোমধ্যে জারি করা হয়েছে সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা; আর গঠন করা হয়েছে সর্বজনীন পেনশন কর্তৃপক্ষ।

পাশাপাশি ‘ইউপেনশন’ নামক ওয়েবসাইট চালু করা হয়েছে। এ ওয়েবসাইটের মাধ্যমে যে কেউ পেনশন কর্মসূচিতে অন্তর্ভুক্ত হতে পারবেন।

 

মেশিন বসিয়ে ভ্যাট আদায়, ১০০ টাকায় ৫২ পয়সা পাবে জেনেক্স পূর্ববর্তী

মেশিন বসিয়ে ভ্যাট আদায়, ১০০ টাকায় ৫২ পয়সা পাবে জেনেক্স

দক্ষ জনশক্তি তৈরিতে ৩০ কোটি ডলার দিচ্ছে এডিবি পরবর্তী

দক্ষ জনশক্তি তৈরিতে ৩০ কোটি ডলার দিচ্ছে এডিবি

কমেন্ট