সর্বজনীন পেনশন: অপপ্রচার ঠেকাতে নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

সর্বজনীন পেনশন: অপপ্রচার ঠেকাতে নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় সরকার প্রধান এই নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন। ছবি: পিআইডি

সর্বজনীন পেনশন কর্মসূচি বা স্কিম নিয়ে ‘মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে’ মন্তব্য করে এ বিষয়ে নজরদারি করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় সরকার প্রধান এই নির্দেশনা দেন বলে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন জানিয়েছেন।

বৈঠক শেষে এক ব্রিফিংয়ে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় তিনি বলেন, “সার্বজনীন পেনশন স্কিম চালু হয়েছে। এটা সাংঘাতিক রকম মানুষের মধ্যে সাড়া ফেলেছে। ইতোমধ্যে ১০ হাজারের বেশি রেজিস্ট্রেশন হয়ে গেছে। লাখেরও বেশি রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে আছে। 

"কিন্তু ঐতিহাসিক উদ্যোগটির বিপক্ষে মিথ্যা অপপ্রচার বা নেতিবাচক প্রচার চালানো হচ্ছে। প্রধানমন্ত্রী প্রকৃত তথ্য, সরকার কি করেছে, কি করতে যাচ্ছে, কীভাবে মানুষ উপকৃত হবেন এ ব্যাপারটা জনগণের কাছে উপস্থাপন করতে উনি সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।” 

দেশের নাগরিকদের পেনশনব্যবস্থার আওতায় আনতে সর্বজনীন পেনশন কর্মসূচি বা স্কিম চালু করেছে সরকার। গত ১৭ আগস্ট বহুল প্রতীক্ষিত ও প্রত্যাশিত এ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

উদ্বোধনের পর থেকেই সর্বজনীন পেনশন কর্মসূচি উন্মুক্ত হয়েছে সবার জন্য। চালুর পর থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। 

পেনশন কর্মসূচি বা স্কিমে অন্তর্ভুক্ত হলে ৬০ বছর বয়সের পর থেকে আজীবন পেনশন সুবিধা পাবেন একজন চাঁদাদাতা। তবে চাঁদাদাতা মারা গেলে তার নমিনি বা উত্তরাধিকারী পেনশন পাবেন। তবে এ ক্ষেত্রে চাঁদাদাতার ৭৫ বছর বয়স পর্যন্ত হতে যত বছর বাকি থাকত, সেই সময় পর্যন্ত নমিনি পেনশন উত্তোলন করতে পারবেন।  

সর্বজনীন পেনশনের আওতায় আপাতত চার ধরনের স্কিম চালু করা হয়েছে। এর মধ্যে প্রবাসীদের জন্য ‘প্রবাস’ স্কিম, বেসরকারি চাকরিজীবীদের জন্য ‘প্রগতি’ স্কিম, অনানুষ্ঠানিক খাত অর্থাৎ স্বকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য ‘সুরক্ষা’ স্কিম আর নিম্ন আয়ের মানুষের জন্য ‘সমতা’ স্কিম। 

ব্রিফিংয়ে মাহবুব হোসেন আরও বলেন, "জনগণ যেন জেনেশুনে, বুঝে এখানে অংশগ্রহণ করে। কোনো রকম অপপ্রচারে তারা যেন প্রভাবিত হতে না পারে সে দিকে সকলকে নজরদারি রাখতে বলেছেন প্রধানমন্ত্রী।" 

বেশ কয়েক বছরের পরিকল্পনা ও প্রস্তুতির পর সর্বজনীন পেনশন কর্মসূচি চালু করেছে সরকার। এই স্কিমে ৬০ বছর পর্যন্ত মানুষ টাকা জমা করবে এবং এরপর থেকে আজীবন মাসে মাসে অর্থ পাবে।

১৮ বছর থেকে শুরু করে ৫০ বছর বয়সে এসেও টাকা জমানো শুরু করা যাবে। তবে যত বেশি বছর টাকা জমা হবে, সুবিধা হবে তত বেশি।

সবার জন্য পেনশনের এ উদ্যোগের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সরকারের নির্বাচনী তহবিল তৈরির ফন্দি’ করছে। 

গত ১৮ অগাস্ট তিনি বলেন, “আওয়ামী লীগ লুট করে শেষ করে দিয়েছে বাংলাদেশকে, ফোকলা বানিয়ে দিয়েছে,… কিচ্ছু নাই। আবার নতুন আরেকখান কায়দা বাইর করছে.. দেখছেন। কী বলে…, পেনশন দেবে, পেনশন স্কিম। 

“মানুষের টাকা চুরি করার আরেকটা ফন্দি বাইর করছে। ওই টাকা চুরি করে ওরা নির্বাচন করতে চায়। মানুষ এবার তাদেরকে দেবে না।” 

পেনসন কর্মসূচি নিয়ে বিএনপির এমন অবস্থানে হতাশা প্রকাশ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ সেদিনেই বলেন, “দেশের প্রান্তিক মানুষের কথা ভেবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামাজিক কল্যাণ রাষ্ট্র গঠন ও রাষ্ট্রকে মানবিক করার ক্ষেত্রে সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু বিরাট উদ্যোগ নিলেও বিএনপিসহ নাগরিক সমাজের একাংশ এটিকে অভিনন্দন জানাতে ব্যর্থ হয়েছে।” 

সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিছু লোক সর্বজনীন পেনশন নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করছেন। 

ভূমি সংস্কার আইন 

মন্ত্রিসভার বৈঠকে ‘ভূমি সংস্কার আইন, ২০২৩’–এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ আইনে আগে যে ভূমি সংস্কার অধ্যাদেশ ছিল, তার ধারা পরিবর্তন বা কয়েকটি জায়গায় সামান্য যুগোপযোগী করা হয়েছে। যেমন আগে ছিল, ৬০ বিঘার বেশি কেউ কৃষিজমির মালিক থাকতে পারবেন না। এখন, বিশেষ ক্ষেত্রে এটি শিথিলযোগ্য হবে। যেমন কোনো সমবায় সমিতির সব সদস্য তাদের জমির মালিকানা যদি সমিতির অনুমতি দেয়, সেটি হতে পারে চা, কফি, রবার, অন্য কোনো ফলের বাগানে ব্যবহৃত জমির জন্য, এটি প্রযোজ্য হবে না। 

কোনো শিল্পপ্রতিষ্ঠান নিজস্ব কারখানায় ব্যবহৃত কাঁচামাল উৎপাদনের জন্য কোনো ভূমি ব্যবহার করতে চায়, তখন সেটি প্রযোজ্য হবে না। এ ছাড়া রপ্তানিমুখী শিল্প, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, তখনো প্রযোজ্য হবে না। 

আরেকটি সরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে 

‘ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে নতুন একটি সরকারি বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে। এটি হবে নাটোরে। এ জন্য আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 

বর্তমানে সারা দেশে ৫৪টি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এখন নতুন এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৫৫–তে। এ ছাড়া বর্তমানে ১১৩টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। 

সংরক্ষিত মহিলা আসন 

মন্ত্রিসভার বৈঠকে ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন), আইন ২০২৩’–এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এতে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনে জামানতের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এখন তা আছে ১০ হাজার টাকা। 

বর্তমানে সাধারণ আসনে উপনির্বাচন হলে ৯০ দিনের মধ্যে করতে হয়। সংরক্ষিত মহিলা আসনে তা ছিল ৪৫ দিন। সেটি পরিবর্তন করে সাধারণ সংসদ সদস্যের নির্বাচনের মতো ৯০ দিন করা হচ্ছে। 

এ ছাড়া বৈঠকে ‘বাণিজ্য সংগঠন (সংশোধন) আইন, ২০২৩’, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক আইন, ২০২৩’, ‘জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন, ২০২৩’, ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’ এবং ‘বাংলাদেশ পেটেন্ট আইন, ২০২৩’–এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মেশিন বসিয়ে ভ্যাট আদায়, ১০০ টাকায় ৫২ পয়সা পাবে জেনেক্স পরবর্তী

মেশিন বসিয়ে ভ্যাট আদায়, ১০০ টাকায় ৫২ পয়সা পাবে জেনেক্স

কমেন্ট