কোমল পানীয়ের ন্যূনতম কর কমাল এনবিআর

কোমল পানীয়ের ন্যূনতম কর কমাল এনবিআর

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে কর হার পুনর্নির্ধারণ করা হয়।

কোমল পানীয় বা কার্বনেটেড বেভারেজের ন্যূনতম কর ৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ নির্ধারণ করা হয়েছে। 

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক প্রজ্ঞাপনে কর হার পুনর্নির্ধারণ করা হয়। 

গত ২০২২-২৩ অর্থবছর পর্যন্ত অর্থাৎ গত ৩০ জুন পর্যন্ত কার্বনেটেড বেভারেজের ন্যূনতম কর হার ছিল দশমিক ৬০ শতাংশ। তবে চলতি ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে অর্থাৎ গত ১ জুলাই থেকে কার্বোনেটেড বেভারেজ কোম্পানি পণ্য বিক্রি থেকে প্রাপ্ত আয়ের উপর কর (টার্নওভার ট্যাক্স) ৫ শতাংশ করা হয়। 

এতে কোকা-কোলা, পেপসিসহ প্রায় সব কোমল পানীয়ের দাম বেড়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে এক লিটারের বোতল ৬০ টাকা থেকে ১০০ টাকায় উঠেছে।

 

এরপর কোমল পানীয়ের উপর ন্যূনতম কর ১ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছিল প্রাণ, ট্রান্সকম বেভারেজ, আব্দুল মোনেম ও কোকা-কোলা বাংলাদেশের মতো উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। 

তারপরই এনবিআর কর হার পুনর্নির্ধারণ করল। 

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতু্ল মুনিম স্বাক্ষরিত এ আদেশ ইতিমধ্যে কার্যকরও করা হয়েছে। 

জানা গেছে, এ খাতে প্রতিবছর টার্নওভার বা বার্ষিক লেনদেনের পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। বাংলাদেশে দেশি–বিদেশি মিলিয়ে বেশ কিছু কোম্পানি কার্বনেটেড পানীয় বাজারজাত করে।

৮৫৬ কারখানায় কোনো তদারকি নেই: সিপিডি পরবর্তী

৮৫৬ কারখানায় কোনো তদারকি নেই: সিপিডি

কমেন্ট