পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পে ১১৭১ কোটি টাকা দেবে এডিবি
রোববার এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে বলে এডিবি ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ছবি: এডিবি
গ্রামীণ এলাকায় পানিসম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে ১০ কোটি ৬০ লাখ ডলার ঋণ দেবে ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
বর্তমান বিনিময় হার (প্রতি ডলার ১১০ টাকা ৫০ পয়সা) হিসাবে টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ১ হাজার ১৭১ কোটি টাকা।
রোববার এডিবি ও বাংলাদেশ সরকারের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি সই হয়েছে বলে এডিবি ঢাকা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া উদ্ভাবন ও এ–সংক্রান্ত পরামর্শ কাজের জন্য নেদারল্যান্ডস সরকার ১ কোটি ৭৮ লাখ ডলারের অনুদান দিচ্ছে, যে তহবিল পরিচালনা করবে এডিবি। এই অনুদানের জন্যও আলাদা একটি চুক্তি সই হয়েছে।
রাজধানীর শেরে বাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্মেলন কক্ষে ইআরডি সচিব শরীফা খান ও বাংলাদেশে এডিবির আবাসিক পরিচালক এডিমন গিন্টিং চুক্তি দুটিতে সই করেন।
এডিমন গিন্টিং বলেন, পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে ওঠা ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আরও উঁচু ও শক্তিশালী করার মাধ্যমে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে।
এ ছাড়া খাল আরও গভীর করে পানি ধরে রাখা, দক্ষ বৈদ্যুতিক পাম্পের সাহায্যে সেচের ব্যবস্থা করা এবং প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রেও এ প্রকল্পের আওতায় কাজ হবে।
এর আগে এডিবির সহায়তায় ছোট আকারের পানিসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়ন হয়েছিল। এসব প্রকল্পের সাফল্য ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নতুন প্রকল্পটি নেওয়া হয়েছে।
এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ প্রকল্পের আওতায় ৪২টি জেলায় ২ লাখ ২২ হাজার হেক্টর জমির জন্য কার্যকর, অংশীদারমূলক ও টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি উৎপাদন ও কৃষি থেকে মুনাফা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। এ জেলাগুলোতে বাংলাদেশের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর ৭৭ শতাংশ বাস করে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে। নতুন ১৫০টি পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন ও পুরোনো ২৩০টির কার্যক্রম শক্তিশালী করা, বাঁকখালী নদীর রাবারের বাঁধ পুনর্নির্মাণ ও আধুনিকায়ন, ১১০ কিলোমিটার গ্রামীণ রাস্তা নির্মাণ এবং নারী, তরুণ ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের অংশীদারি বৃদ্ধিতে এডিবির এই অর্থ খরচ করা হবে।
কমেন্ট