সাড়ে ১২ হাজার টাকা মজুরি প্রত্যাখ্যান শ্রমিকদের, শুক্রবার প্রতিবাদ সমাবেশ
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের জন্য মজুরি বোর্ড সাড়ে ১২ হাজার টাকার যে ন্যূনতম মজুরি ঘোষণা দিয়েছে, তা প্রত্যাখ্যান করেছেন শ্রমিকরা।
তারা ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করার দাবি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা। সেই সঙ্গে যৌক্তিক মজুরি বৃদ্ধি না করার প্রতিবাদে শুক্রবার সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।
মূল মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে পোশাক শ্রমিকদের জন্য সাড়ে ১২ হাজার টাকা সর্বনিম্ন মজুরি নির্ধারণ করেছে সরকার, যা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান মঙ্গলবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পোশাক শ্রমিকদের নতুন মজুরি ঘোষণা করেন। তার আগে শ্রম ভবনে পোশাক শ্রমিকদের মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের ষষ্ঠ সভায় এই মজুরি চূড়ান্ত করা হয়।
‘ঘোষিত মজুরিকে প্রহসনের প্রস্তাব’ উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন।
মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত তাৎক্ষণিক বিক্ষোভ সমাবেশ থেকে সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে ঘোষিত মজুরি পুনর্বিবেচনা করে গার্মেন্ট শ্রমিকের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়। আর এ দাবিতে ১০ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশের ঘোষণা দেওয়া হয়।
ওই সমাবেশ থেকে দাবি আদায়ের লক্ষ্যে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিক সংগঠনসমূহের জোট মজুর বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন মঙ্গলবার রাজধানীর তোপখানা সড়কে অবস্থিত মজুরি বোর্ডের সামনে সকাল থেকে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময়ে বোর্ডে ষষ্ঠ সভা অনুষ্ঠিত হয়।
পরে বিকেল ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন করে নতুন মজুরি কাঠামো প্রস্তাব ঘোষণা করা হয়। মজুরি বোর্ড ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রস্তাব করেছে।
মজুরি বৃদ্ধিতে গার্মেন্ট শ্রমিক আন্দোলন এর আহ্বায়ক তাসলিমা আখতারের সভাপতিত্বে ও সদস্য সচিব সাদেকুর রহমান শামীমের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, সহসভাপতি জলি তালুকদার, গার্মেন্ট শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক বাবুল হোসেন, অঞ্জন দাশ, গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি মাসুদ রেজা, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ প্রমুখ।
সমাবেশে মন্টু ঘোষ বলেন, মালিকপক্ষ ইচ্ছাকৃত বিলম্ব করে মজুরি বৃদ্ধির বিষয়টি এ সময়ে টেনে এনেছে, যার সম্পূর্ণ দায়দায়িত্ব মালিকদের নিতে হবে। আইন মেনে ৬ মাসের মধ্যে শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি ফয়সালা না করে নভেম্বর মাস পর্যন্ত বিলম্ব করা হয়েছে।
“এখন এসে সাড়ে ১২ হাজার টাকা প্রস্তাব দেয়ার মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত শ্রমিকদের ক্ষোভকে উস্কে দেয়া হচ্ছে। সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে মজুরি বৃদ্ধির যৌক্তিক দাবিতে আন্দোলনরত গার্মেন্ট শ্রমিকদের ওপরে গুলিবর্ষণ, হামলা, নির্যাতন ও শ্রমিক হত্যাকা-ের ঘটনা ঘটেছে।”
“হত্যাকাণ্ড জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনা এবং গার্মেন্ট শ্রমিকদের নিম্নতম মজুরি ২৫ হাজার টাকা ঘোষণা করার মধ্য দিয়ে শিল্পে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে,” বলেন তিনি।
সমাবেশে অন্য বক্তারা বলেন, গত পাঁচ বছরে শ্রমিকদের মজুরি বাড়েনি। অন্যদিকে দেশে মুল্যস্ফীতি ও বাজারের অবস্থা ভয়াবহ। সাধারণ যৌক্তিক নিয়মেই শ্রমিকের মজুরি বৃদ্ধি করার কথা ছিল। ৫ বছর পর মজুরি বোর্ড গঠন হয়েছে, কিন্তু বোর্ডের প্রস্তাব শ্রমিকদের কাছে গ্রহণযোগ্য হয়নি।
শুক্রবার সমাবেশ
সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, ২৫ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে আগামী ১০ নভেম্বর শুক্রবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।
ওই সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে বক্তারা বলেন।
কমেন্ট