রাজস্ব আদায়: ৪ মাসে ঘাটতি ১৪ হাজার কোটি টাকা

রাজস্ব আদায়: ৪ মাসে ঘাটতি ১৪ হাজার কোটি টাকা

জুলাই-অক্টোবর সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৬ হাজার ২৯৫ কোটি টাকা। আর পুরো অর্থবছরে মোট ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থাটির।

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) ১ লাখ ২ হাজার ৪৪৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড—এনবিআর।

এই অঙ্ক গত ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে ১২ দশমিক ৬৮ শতাংশ বেশি। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ১৩ হাজার ৮৫০ কোটি টাকা কম।

এনবিআরের রাজস্ব সংগ্রহের সাময়িক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

জুলাই-অক্টোবর সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৬ হাজার ২৯৫ কোটি টাকা। আর পুরো অর্থবছরে মোট ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সংস্থাটির।

এই চার মাসে স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক বা ভ্যাট) খাত থেকে রাজস্ব এসেছে ৩৮ হাজার ৪৩২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ৩৪ হাজার ১৯৭ কোটি টাকা। সে হিসাবে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৩৯ শতাংশ।

আমদানি-রপ্তানি পর্যায়ে জুলাই-অক্টোবর সময়ে ৩২ হাজার ৭৫৩ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে যা ছিল ২৯ হাজার ৯৩৬ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ৪১ শতাংশ।

এ ছাড়া আয়কর ও ভ্রমণকর খাত থেকে এই চার মাসে রাজস্ব এসেছে ৩১ হাজার ২৫৯ কোটি টাকা; বেড়েছে ১৬ দশমিক ৭১ শতাংশ।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ পাওয়ার শর্ত হিসেবে চলতি অর্থবছরে করের পরিমাণ মোট দেশজ উৎপাদন বা জিডিপির শূন্য দশমিক ৫ শতাংশ বাড়ানোর কথা রয়েছে।

শুধু আইএমএফের ঋণের শর্তের কারণে নয়, অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় রাজস্ব আয় উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর পরামর্শ দিয়ে অর্থনীতিবিদরা বলছেন, করের হার না বাড়িয়ে করযোগ্য মানুষ যারা এখনও কর দেন না, তাদের এর আওতায় আনার দিকে জোর দিতে হবে।

৪ মাসে এডিপি বাস্তবায়ন ১১.৫৪%, ৮ বছরে সর্বনিম্ন পরবর্তী

৪ মাসে এডিপি বাস্তবায়ন ১১.৫৪%, ৮ বছরে সর্বনিম্ন

কমেন্ট