ভারতীয় পেঁয়াজের প্রথম চালান এসেছে, মঙ্গলবার থেকে বিক্রি

ভারতীয় পেঁয়াজের প্রথম চালান এসেছে, মঙ্গলবার থেকে বিক্রি

এই পেঁয়াজ ঢাকা মহানগরের ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলা বাজারে বিক্রি করা হবে। বাজার দর বিবেচনায় প্রতি কেজি পেঁয়াজের দর পূর্ব নির্ধারিত ৫০ টাকা থেকে ১০ টাকা হ্রাস করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভারতীয় পেঁয়াজের প্রথম চালান দেশে এসেছে। মঙ্গলবার থেকে ৪০ টাকা কেজি দরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এই পেঁয়াজ বিক্রি করবে।

সোমবার রাতে টিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাণিজ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ভারত থেকে টিসিবির মাধ্যমে আমদানি করা ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজের মধ্যে প্রথম লটে (চালান) ১ হাজার ৬৫০ টন রেলযোগে দেশে এসে পৌঁছেছে।

এই পেঁয়াজ ঢাকা মহানগরের ১০০টি স্থানসহ গাজীপুর ও চট্টগ্রাম মহানগরে খোলা বাজারে বিক্রি করা হবে। বাজার দর বিবেচনায় প্রতি কেজি পেঁয়াজের দর পূর্ব নির্ধারিত ৫০ টাকা থেকে ১০ টাকা হ্রাস করে ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

টিসিবির কার্ডধারী পরিবারের পাশাপাশি সকল ভোক্তা এই পেঁয়াজ ২ কেজি করে কিনতে পারবেন।

মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনের সামনে এই পেঁয়াজ বিক্রির কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

টিসিবির প্রতিদিনের খুচরা বাজার দর অনুযায়ী, সোমবার রাজধানীর বাজারগুলোতে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৭০ টাকায়।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক জেলা থেকে ১ হাজার ৬৫০ টন পেঁয়াজের একটি চালান গত রোববার বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁচ্ছায়। ভারতীয় রেলওয়ের ৪২টি ওয়াগন ভর্তি পেঁয়াজের চালান দর্শনায় পৌঁছানোর পর উদ্ভিদ সঙ্গনিরোধ বা কোয়ারেন্টিন কার্যক্রম সম্পন্ন করার পর রোববার রাতেই সিরাজগঞ্জে আসে এবং সেখানে খালাস করা হয়।

সিরাজগঞ্জ থেকে প্রথমে ১০০ মেট্রিক টন পেঁয়াজ ঢাকার পরিবেশকদের দেওয়া হচ্ছে। এরপর বাকি পেঁয়াজ চট্টগ্রাম ও গাজীপুরের পরিবেশকদের মাঝে বণ্টন করা হবে।

সম্প্রতি পেঁয়াজের দাম বাড়ায় সরকার ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ আমদানির সিদ্ধান্ত নেয়। দেশে যে পেঁয়াজ এসেছে, তা সেই আমদানির প্রথম চালান।

গত রোববার দ্রব্যমূল্য ও বাজার পর্যালোচনা বিষয়ক টাস্কফোর্স কমিটির সভা শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু জানিয়েছিলেন, আমদানি করা পেঁয়াজ টিসিবির মাধ্যমে ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।

ভারতের রাজধানী দিল্লির ন্যাশনাল কো-অপারেটিভ এক্সপোর্ট লিমিটেড এই পেঁয়াজের রপ্তানিকারক প্রতিষ্ঠান। বাংলাদেশে এই পেঁয়াজের আমদানিকারক টিসিবি।

প্রতি টন ৪০০ ডলার দরে কেনা পেঁয়াজের মোট ক্রয়মূল্য ৬ লাখ ৬০ হাজার ডলার। নাসিক থেকে পণ্যবাহী ট্রেনের ৪২টি ওয়াগনে করে পেঁয়াজ বাংলাদেশে আনা হয়েছে।

ভারতীয় পণ্য বর্জন নিয়ে বাগযুদ্ধে রাজনীতিকরা, গা দিচ্ছেন না ব্যবসায়ী নেতারা পরবর্তী

ভারতীয় পণ্য বর্জন নিয়ে বাগযুদ্ধে রাজনীতিকরা, গা দিচ্ছেন না ব্যবসায়ী নেতারা

কমেন্ট