রাজস্ব আদায়: ৩৮ হাজার কোটি টাকা ঘাটতি নিয়ে শেষ হলো অর্থবছর
তবে আগের অর্থবছরের (২০২২-২৩) চেয়ে ১২ দশমিক ১৭ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে।
৩০ জুন শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) মাধ্যমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৩০ হাজার কোটি টাকা। পরে তা থেকে ২০ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ লাখ ১০ হাজার কোটি টাকা।
বৃহস্পতিবার রাজস্ব আদায়ের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে এনবিআর। তাতে দেখা যায়, গত অর্থবছরে সব মিলিয়ে তিন লাখ ৭১ হাজার ৮৪২ কোটি ২৩ লাখ টাকার শুল্ক-কর আদায় হয়েছে। এ হিসাবে দেখা যাচ্ছে, ২০২৩-২৪ অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়েও ৩৮ হাজার ১৫৮ কোটি টাকা কম রাজস্ব আদায় হয়েছে।
তবে আগের অর্থবছরের (২০২২-২৩) চেয়ে ১২ দশমিক ১৭ শতাংশ বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে ৩ লাখ ৩১ হাজার ৪৫৫ কোটি টাকার শুল্ক-কর আদায় হয়েছিল।
১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে মোট ৫ লাখ ৪১ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে। এর মধ্যে এনবিআরের মাধ্যমে ৪ লাখ ৮০ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা ধরেছে সরকার। আর অন্যান্য উৎস হতে ৬১ হাজার কোটি টাকা সংগ্রহ করার লক্ষ্য ধরা হয়েছে।
এনবিআরের তথ্যে দেখা যায়, ২০২৩-২৪ অর্থবছরে (২০২৩ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন) এনবিআর আমদানি পর্যায় থেকে এক লাখ ৩৭৮ কোটি ১৭ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ২৫ শতাংশ।
মূল্য সংযোজন কর বাট ভ্যাট থেকে আদায় হয়েছে এক লাখ ৪০ হাজার ৪৩৯ কোটি ৪ লাখ টাকা; যা আগের অর্থবছরের চেয়ে প্রায় ১২ শতাংশ বেশি।
আয়কর থেকে আদায় হয়েছে এক লাখ ৩১ হাজার ২৫ কোটি ২ লাখ টাকা আদায় হয়েছে। প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৬০ শতাংশ।
আর্থিক সংকটের কারণে সরকারের কৃচ্ছসাধনের অংশ হিসেবে গত অর্থবছরের শুরু থেকেই আমদানিকে নিরুৎসাহিত করা হয়েছিল। এলসি খোলার ক্ষেত্রে কড়াকড়ি ছিল। সে কারণে বড় একটা নেতিবাচক প্রভাব ছিল পুরো বছরজুড়ে।
তারপরও সামগ্রিক রাজস্ব সংগ্রহের প্রবৃদ্ধি সন্তোষজনক বলে মনে করছেন এনবিআরের কর্মকর্তারা।
কমেন্ট