এডিবির নতুন আবাসিক প্রতিনিধি হো ইয়ান জং
২০২১ সাল থেকে বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এডিমন গিন্টিং। তারই স্থলাভিষিক্ত হতে আসছেন হো ইয়ান জং।
বাংলাদেশে নতুন আবাসিক প্রতিনিধি নিযুক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
দক্ষিণ কোরিয়ার নাগরিক হো ইয়ান জং সংস্থাটির নতুন আবাসিক প্রতিনিধি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করবেন।
২০২১ সাল থেকে বাংলাদেশে এডিবির আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন এডিমন গিন্টিং। তারই স্থলাভিষিক্ত হতে আসছেন হো ইয়ান জং। তিনি ২০১৮ সাল থেকে ভারতে এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর হিসেবে কাজে করছিলেন।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে এডিবি।
তাতে বলা হয়, হো ইয়ান জং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কার্যক্রম পরিচালনা করবেন এবং উন্নয়ন অংশীদার ও অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে নীতি সংলাপ করবেন। একইসঙ্গে বাংলাদেশে এডিবির তিন বছর মেয়াদি নতুন অংশীদারত্ব কৌশল বা সিপিএসের প্রস্তুতি নেবেন। এখন যে সিপিএস চলছে তার মেয়ার শেষ হবে ২০২৫ সালে।
নতুন দায়িত্ব সম্পর্কে হো ইয়ান জং বলেন, “আমি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা পুনরুদ্ধারে কাজ করতে উম্মূখ হয়ে আছি। দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রার অগ্রগতি এবং টেকসই প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই।
“আমরা বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধি, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, জলবায়ু সহনশীল এবং শক্তিশালী উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকার এবং জনগণের সহযোগিতা নিয়ে কাজ করতে চাই।”
এডিবি জানিয়েছে, হো ইয়ান জংয়ের ক্যারিয়ার ২৫ বছরের। এর মধ্যে ২০০৯ সাল থেকে এডিবির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন তিনি। এডিবিতে যোগ দেওয়ার আগে তিনি দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালযয়ে কাজ করতেন।
কমেন্ট