অর্থনৈতিক শুমারি শুরু মঙ্গলবার

অর্থনৈতিক শুমারি শুরু মঙ্গলবার

প্রকল্প পরিচালক এস এম শাকিল আক্তার বলেন, “এবার প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে একযোগে ৯৫ হাজার গণনাকারীর মাধ্যমে দেশের দুই হাজার ৬০০ অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করে অর্থনৈতিক শুমারি পরিচালনা করা হবে।”

দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড তুলে আনতে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে চতুর্থ অর্থনৈতিক শুমারি। এর অংশ হিসেবে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ১৫ দিন দেশের সব প্রান্ত থেকে অর্থনৈতিক তথ্য সংগ্রহ করা হবে।

এই শুমারিতে প্রথমবারের মতো ই-কমার্স ও বিদেশি কর্মীর হিসাব তুলে আনা হবে বলে সোমবার সংবাদ সম্মেলনে জানিয়েছেন প্রকল্প পরিচালক এস এম শাকিল আক্তার।

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন হয়।

শুমারির বিভিন্ন তথ্য তুলে ধরে প্রকল্প পরিচালক এস এম শাকিল আক্তার বলেন, “এবার প্রথমবারের মতো সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে একযোগে ৯৫ হাজার গণনাকারীর মাধ্যমে দেশের দুই হাজার ৬০০ অঞ্চল থেকে তথ্য সংগ্রহ করে অর্থনৈতিক শুমারি পরিচালনা করা হবে।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এবারের জরিপের নতুনত্ব হচ্ছে প্রথমবারের মতো দেশে কর্মরত বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়া ডিজিটাল বিজনেস বা ই-কমার্স হিসেবে যেসব ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলোর তথ্য উঠে আসবে।

“৭০টি প্রশ্নের মাধমে দেশে ব্যবসার ব্যয়, আয়, মুনাফার তথ্য এবং উৎপাদন প্রক্রিয়ায় আইসিটির কতটা সংযুক্তি রয়েছে সেটাও দেখা হবে।”

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোমাহবুব হোসেন।

শুমারি পরিচালনার বিষয় উপস্থাপন করতে গিয়ে সহকারী প্রকল্প পরিচালক মিজানুর রহমান বলেন, গত জুলাই মাসে প্রকল্পের প্রাথমিক পর্যায়ে তিন দিন ধরে দেশের সব প্রান্ত থেকে ব্যবসা প্রতিষ্ঠান ও খানা পর্যায়ের ব্যবসাকে তালিকাভুক্ত করা হয়েছে।

তিনি বলেন, “প্রাথমিক পর্যায়ের ওই তালিকায় এক কোটি ২২ লাখ ইউনিটে প্রতিষ্ঠান ও খানা পর্যায়ে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালিত হয় বলে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে ৭৬ লাখ প্রতিষ্ঠান এবং ৪৬ লাখ খানা পর্যায়ের। এবার আমরা সেই এক কোটি ২২ লাখ ইউনিট থেকে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ করব।”

সংবাদ সম্মেলনে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব মাহবুব হোসেন বলেন, “অত্যাধুনিক পদ্ধতিতে তথ্য সংগ্রহ করার অংশ হিসেবে এবার জিওগ্রাফিক্স ইনফরমেশন সিস্টেম (জিআইএস) ও জিওকোড সমন্বয় করে ডিজিটাল ম্যাপ প্রস্তুত করা হয়েছে।”

তিনি জানান, ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহে ইতোমধ্যেই প্রায় এক লাখ ৪০ হাজার ট্যাব (ল্যাপটপ) প্রস্তুত করে মাঠকর্মীদের দেওয়া হয়েছে। মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট (এমডিএম) সফটওয়্যার ব্যবহার করে কেন্দ্রীয়ভাবে ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা হবে।

সচিব মাহবুব হোসেন জানান, মাঠ পর্যায় থেকে সংগৃহীত তথ্য সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) সমৃদ্ধ ডেটা সেন্টার ব্যবহার করা হচ্ছে। মাঠ পর্যায় থেকে বিডিসিসিএল হয়ে বিবিএস সার্ভারে আসার আগ পর্যন্ত সংগৃহীত সব তথ্য-উপাত্ত গোপন থাকবে।

ডিসেম্বর মাসের মধ্যে তথ্য সংগ্রহের কাজ শেষ করে জানুয়ারির মধ্যে জরিপের প্রাথমিক ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা সচিব।

শহরে খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ ছাড়াল পরবর্তী

শহরে খাদ্য মূল্যস্ফীতি সাড়ে ১৪ শতাংশ ছাড়াল

কমেন্ট