রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

রিটার্ন দাখিলের সময় আরও এক মাস বাড়ল

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি পর্যায়ের করদাতা এবং ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বা কোম্পানি করদাতারা কোনও ধরনের জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়ানো হয়েছে। এ নিয়ে দুই দফায় বাড়ল রিটার্ন দাখিলের সময়।

মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সময় বাড়ানোর আদেশ জারি করেছে।

সে অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত ব্যক্তি পর্যায়ের করদাতা এবং ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাতিষ্ঠানিক বা কোম্পানি করদাতারা কোনও ধরনের জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

এর আগে গত ১৭ নভেম্বর এক আদেশে সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল। এবার দ্বিতীয় বারের মতো সময় বাড়ানোর আদেশ জারি করল এনবিআর।

একইভাবে আরেক আদেশে কোম্পানি পর্যায়ের কর দিবস ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

সাধারণত প্রতি অর্থবছরের ৩০ নভেম্বর ব্যক্তি পর্যায়ের আয়কর দিবস এবং ১৫ ডিসেম্বর কোম্পানি পর্যায়ের কর দিবস পালন করা হয়। মূলত জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ দিনটিই করদিবস হিসেবে পালন করা হয়।

এনবিআর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার পর্যন্ত আয়কর রিটার্ন জমা পড়েছে ২৩ লাখ ৪৩ হাজার ৮০৫টি; এর মধ্যে অনলাইনে জমা পড়েছে ৭ লাখ ৩০ হাজার ৪১৫টি।

গত করবর্ষে ৪৩ লাখের বেশি আয়কর রিটার্ন জমা পড়েছিল।

এ বছর জাতীয় রাজস্ব বোর্ড বিশেষ আদেশের মাধ্যমে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অবস্থিত সব সরকারি কর্মচারী, সারাদেশের সব তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারী, সারাদেশের সব মোবাইল টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা, কর্মচারী এবং কিছু বহুজাতিক কোম্পানিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলে বাধ্যতামূলক করা হয়েছে।

বিধান অনুযায়ী, বছরে আয় সাড়ে তিন লাখ টাকার বেশি হলে আয়কর প্রযোজ্য হয়। ব্যাংক হিসাব খোলা, ক্রেডিট কার্ড ব্যবহারসহ বেশ কিছু কাজে এখন রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।

রিটার্ন জমা দিলে ব্যাংকে সঞ্চয়ে সুদ বা মুনাফা এবং পুঁজিবাজারে লভ্যাংশের ওপর আয়কর ১৫ শতাংশের বদলে ১০ শতাংশ হয়।

কারচুপি হচ্ছে না বলেই কি মূল্যস্ফীতি বেশি পরবর্তী

কারচুপি হচ্ছে না বলেই কি মূল্যস্ফীতি বেশি

কমেন্ট

এই সংক্রান্ত আরও খবর